বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

আসুন সকলে মিলেমিশে দ্বীনের কাজ করি-আল্লামা মুনির উদ্দীন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর উপদেষ্ঠা কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুনির উদ্দীন বলেছেন যে, বোর্ডের সকল কর্মী সদস্যকে ছহী, দ্বীনের কাজ এইখলাছের সাথে করতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে আর তখন আল্লাহ পাক অবশ্যই আমাদের সহায় হবেন।
গত মঙ্গলবার বোর্ডের দপ্তর মাদ্রাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর সভাপতিত্বে ও মাওলানা আবু ছালেহ সাদীর পরিচালনায় কওমী মাদ্রাসা বোর্ডের এক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- মাওলানা জহুর আলী, মুহতামিম চুনারুঘাট মাদ্রাসা, মাওলানা আজিজুল হক মুহতামিম শাহপুর মাদ্রাসা, মাওলানা নাজমুল হুদা নায়েবে মুহতামিম দারুল ইরশাদ বহুলা মাদ্রাসা, মাওলানা আব্দুল বছির মুহতামিম ওলুয়া মাদ্রাসা বাহুবল, মাওলানা রুহুল আমিন শিক্ষা সচিব জামেয়া মাহমুদিয়া হামিদনগর, মাওলানা আব্দুল হাই মুহতামিম দৌলতপুর মাদ্রাসা, মাওঃ আঃ হাই মুহতামিম বানিয়াগাঁও মাদ্রাসা, মাওঃ লুৎফুর রহমান শিক্ষক বৈটাখাল মাদ্রাসা, মাওঃ মুতিউর রহমান মুহতামিম ধরমন্ডল মাদ্রাসা, মুফতি ইজহারুল ইসলাম মৌজপুর মাদ্রাসা মাধবপুর, মাওঃ আমিমুল ইহসান, নায়েবে মুহতামিম সিংহগ্রাম মাদ্রাসা লাখাই, মাওঃ আ লতিফ মুহতামিম তেঘরিয়া মাদ্রাসা লাখাই, মাওঃ শামছুল হক মুহতামিম তেঘরিয়া মহিলা মাদ্রাসা, মাওঃ শামছুল হুদা বামৈ মহিলা মাদ্রাসা লাখাই, মাওঃ আব্দুস শহিদ মুহতামিম হলদারপুর মাদ্রাসা, মাওঃ আঃ বছির মুহতামিম গন্ধা মাদ্রাসা, মুফতি বশির আহমদ জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা, মাওঃ আজিজুর রহমান মানিক নায়েবে মুহতামিম বাহুবল মাদ্রাসা, মাওঃ সিদ্দিকুর রহমান মুহতামিম দীঘলবাগ মাদ্রাসা, মাওঃ মাহবুবুর রহমান মুহতামিম গোবিন্দপুর মাদ্রাসা প্রমুখ।
সভায় আগামী ১৭ই জানুয়ারি ২০১৫ইং রোজ শনিবার হবিগঞ্জে বোর্ডে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের তারিখ ধার্য্য করা হয়। অধিকন্তু বোর্ডের চূড়ান্ত সংবিধান অনুমোদন করা হয় এবং তা ছাপানোর জন্য বোর্ডের সেক্রেটারী মাওঃ আবু ছালেহ সাদীকে আহবায়ক ও মাওঃ নাজমুল হুদা ও মাওঃ আব্দুল বছিরকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বোর্ডের অন্তর্ভূক্ত মাদ্রাসাসমূহের পরিদর্শন আগামী রবিউল আউয়াল ও রবিউস সানীর মধ্যে সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com