নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেভরন বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্টের সহযোগিতায় স্মাইল (এস.এম.আই.এল.ই) প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় আইওটি-সমন্বিত স্মার্ট হাইজিন কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব মোছা. মাসুদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের গ্যাস প্ল্যান্ট সুপারিনটেনডেন্ট আলান কায়েস চৌধুরী, শেভরন বাংলাদেশের হেড অব সোশ্যাল ইনভেস্টমেন্ট এ.কে এম আরিফ আকতার, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ স্মাইল প্রকল্পের টিম লিডার মো. মকবুল হোসেন, শেভরনের মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর শ্যামল কুমার নন্দি, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক হবিগঞ্জ সময় এর ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, বিএনপি নেতা মোশাহিদ আলীসহ সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
অতিথিদের উপস্থিতি কিশোরী স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে, যা উদ্যোগটির গ্রহণযোগ্যতা ও প্রভাবকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতা, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তারা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, নিয়মিত স্যানিটারি পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা, মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সামাজিক ট্যাবু দূর করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব স্মার্ট হাইজিন কর্নার শিক্ষার্থীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে এবং বিদ্যালয়মুখিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
শেভরন বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি রেজিলিয়েন্স জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদে এ ধরণের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই প্রভাব নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সামগ্রিক সুস্থতা বিষয়ে একটি ইন্টারেক্টিভ সচেতনতা সেশন পরিচালনা করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। সেশনে স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, স্যানিটারি সামগ্রীর নিরাপদ নিষ্পত্তি এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বিষয়ে ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গোপনীয় পরিবেশে চিকিৎসকের সঙ্গে একান্ত পরামর্শের সুযোগ রাখা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
প্রতিটি স্মার্ট হাইজিন কর্নারে আধুনিক হাত ধোয়ার স্টেশন, স্বাস্থ্যবিষয়ক শিক্ষামূলক পোস্টার এবং আইওটি-সক্ষম স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন সংযোজন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এই প্রথমবারের মতো এমন প্রযুক্তিনির্ভর ডিসপেনসার স্থাপন করা হলো, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ, নির্ভরযোগ্য ও গোপনীয়ভাবে প্রয়োজনীয় স্যানিটারি পণ্য সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য- ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোস্তফাপুর দাখিল মাদ্রাসা, দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একযোগে আইওটি-সমন্বিত স্মার্ট হাইজিন কর্নারের উদ্বোধন করা হয়।