মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান বিজয় দিবস বিজিবি’র অভিযান ॥ ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু সৈনিক, গুলিতে আহত সালেহ আহমদের পাশে জেলা প্রশাসক তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌছে দিতে হবে-এস.এম.ফয়সল জরুরি বর্ধিত সভায় জালাল উদ্দিন খান ॥ হবিগঞ্জের ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৬ পদে ৩১ জনের মনোনয়ন সংগ্রহ মাধবপুরে ব্যানার-পোস্টার অপসারণ পৌরশহরসহ সর্বত্র ফিরেছে পরিচ্ছন্নতা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের ধূম নবীগঞ্জ শহরের প্রবেশমূখ তিমিরপুর-ছালামতপুর ॥ বাইপাস সড়ক বাস্তবায়নে বিলম্ব তীব্র যানজটের কবলে পৌরবাসী বাহুবলের তিন রত্ন এবার মেডিকেলে

তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌছে দিতে হবে-এস.এম.ফয়সল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে মাধবপুর-চুনারুঘাট উপজেলা অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা-ঘাট, বীজ, কালভার্ট, স্কুল কলেজ, স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। অতীতে রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও যে উন্নয়ন মাধবপুর-চুনারুঘাটে করেছি। তা অন্য কোন নেতা করে দেখাতে পারেনি। খোয়াই নদী, সোনাই নদী ও কাষ্টি নদীর উপর কয়েকটি বড় বড় ব্রীজ করিয়েছি। শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করে হাজার হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, শীত বস্ত্র ও বিনামুল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। এলাকার মেধাবি ও গরীব শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মেধা ও শিক্ষা বৃত্তি চালু করেছি। বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। তিনি দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়শীল রাস্ট্রে পরিণত করা হবে। বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
গতকাল সোমবার দুপুরে মাধবপুর উপজেলার পৌর বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপর সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজু মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ মিয়া, মাসুকুর রহমান, ফরাশউদ্দিন বাবু, অলিউল্লাহ, সহিদ মিয়া, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, চৌধুরী ফজলে ইমাম সুমন, আলফাজ মহালদার, জয়নাল মহালদার, জালাল মিয়া, আবিদুর রহমান মাষ্টার, ফজলুর রহমান, মিছির আলী, ফজলুর রহমান বুলেট, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com