বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জমে উঠেছে পশুর হাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জে জমে উঠেছে বৃহত্তম পশুর হাট। মঙ্গলবার ছিল হাটবার। ওই দিন হাটে সকাল থেকেই দূর-দুরান্ত থেকে পাইকার ও স্থানীয় কৃষকরা দেশী বিদেশী বড় আকারের ষাঁড় নিয়ে বাজারে আসেন বিক্রি করতে। প্রায় ৬শ কেজি ওজনের একটি ষাঁড় পৌণে ২লাখ টাকায় বিক্রি হয়েছে। সরজমিনে দেখা যায় প্রায় ৭ সহস্রাধিক ছোট বড় দেশী-বিদেশী গরু-ছাগল বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পশুকে নানান সাজে সজ্জিত করে সারি বেধেঁ রাখা হয়। সর্বনিম্ন ১৫হাজার থেকে সর্বোচ্চ ৫লাখ টাকা পর্যন্ত ষাঁড়ের মূল্য হাকছেন বিক্রেতারা। ভারতের হাড়িয়ানা জাতের পশু বাজারে ছিল অনেকটা লক্ষণীয়। তুলনামূলক হারে দেশী গরুর মূল্য কিছুটা বেশি। তবে মাঝারী আকৃতির পশুর চাহিদা ক্রেতাদের কাছে অনেক বেশি। সদর উপজেলার রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ এর খামারের ফ্রিজিয়ান জাতের ৭টি ষাঁড় বাজারে বিক্রির জন্য আনা হয়। প্রায় ১হাজার কেজি ওজনের একটি ষাঁড়ের মূল্য ৫লাখ টাকা চাওয়া হয়। এতে বিক্রেতাদের দামের সাথে চাহিদা মেলাতে পারছেন না ক্রেতারা।
এ ব্যাপারে বহুলা গ্রামের রুবেল মিয়া জানান, একটি দেশী ষাঁড় দর কাষাকষি করেছি, ভেবেছিলাম এর মূল্য ৫০ হাজর টাকা হবে, কিন্তু বিক্রেতা ৯০ হাজার টাকা দাম চাইছেন। বাজারের ইজারাদার মোঃ আব্দুল আহাদ মিয়া জানান, পশুর হাটে প্রায় ৫ থেকে ৭ হাজারের বেশি গরু-ছাগল বিক্রেতারা নিয়ে এসেছেন। আগামী তিন দফা কোরবানীর হাট বসবে, তখন পশু বিক্রি বেশি হবে। তিনি বলেন সরকারী নিয়মানুযায়ী ২৬ হাজার টাকা মূল্য পর্যন্ত শতকরা ৭ টাকা হিসেবে এবং এর অধিক মূল্য হলে সর্বোচ্চ ১৮শ টাকা ইজারা ফি নেয়া হচ্ছে। তিনি আরও বলেন বাজারে নিরাপত্তা জোরদার রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনীসহ আমাদের লোকজন প্রতিহত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com