স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর ৭৫০টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড এসেছে। সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯টি ওয়ার্ডে মধ্যে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারী ২ হাজার ১’শ ৫৭ টি। এর মধ্যে ১ হাজার ১’শ ৭ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড পেয়ে টিসিবি পণ্য ক্রয় করতে হচ্ছে ডিলারদের কাছ থেকে। বাকি ১ হাজার ৫০টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট ৮ ও ৯নং ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডে অসহায় পরিবার টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছে না চার মাস ধরে। এ ব্যাপারে গত ৯ ও ১১ মার্চ এবং ১০ এপ্রিল একাধিক সংবাদ প্রকাশ হলে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। এর মধ্যে গত ১৩ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মৌলভীবাজার জেলার শেরপুর বাজার (এল এসডি খাদ্য গুদাম) সিলেট বিভাগীয় কার্যালয় এর উপ-পরিচালক সোহেল রানা হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান নিকট ১৯ হাজার ৮শ ৫টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড হাতে তুলে দেন। এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নিকট ১ হাজার ২টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড দেন। এর মধ্যে ৭শ ২৫টি শায়েস্তাগঞ্জ পৌরসভায় টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হবে। বাকি ২৭৭ টি শায়েস্তাগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলোতে সরবরাহ করা হবে। অপরদিকে শায়েস্তাগঞ্জ পৌর সভায় বিগত কয়েক মাস পূর্বে ১ হাজার ১শ ৭ টি টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হয়েছে কিন্তু এর মধ্যে ৯৭০ টি নতুন স্মার্ট কার্ড (একটিভ) হলেও বাকি ১৩৭ টি নতুন স্মার্ট কার্ড অকার্যকর (নন একটিভ)। যার কারণে পৌরসভার ১৩৭ জন নন একটিভ নতুন স্মার্ট কার্ড দারি ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছে না। এ ব্যাপারে পৌরসভা সহকারী মোঃ আতাউর রহমান জানান, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ড, এনআইডি ফটোকপি, মোবাইল নম্বর যাচাই-বাছাই করে আমরা সেখানে পাঠিয়েছি এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস এর প্রচেষ্টায় যে-সব সুবিধা ভোগীরা হাতে টিসিবি স্মার্ট সরবরাহ করা হবে। অনেক নতুন স্মার্ট কার্ড আসেনি নানা সমস্যা রয়েছে।