স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশ হামলায় সোয়েব মিয়া (৩৫) নামে এক সংবাদকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুরমা চা বাগানস্থ কাঠাল বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোয়েব মিয়া বাদী হয়ে তেলিয়াপাড়া সুলতানপুর গ্রামের রুস্তম আলীর পুত্র ফয়ছল মিয়া, তার ভাই কাওসার মিয়া, রুস্তম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মাধবপুর থানায় এজাহার দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলো। এ নিয়ে সোয়েব মিয়া তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। ওই সময় সোয়েব সংবাদ সংগ্রহ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি যাবার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা উল্লেখিতরা তার গতিরোধ করে বেধড়ক প্রহার করে। এক পর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ডিএসএলার ক্যামেরা ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।