নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানায় পলাতক ২ আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার শ্রীমতপুর-মিনাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল, মিনাজপুর গ্রামের মৃত কাচাঁ মিয়ার পুত্র মোঃ বাবরো মিয়া ওরফে বাবুল মিয়া (২৯), শ্রীমতপুর গ্রামের মৃত ইয়াকুত মিয়ার পুত্র মোঃ খালেদ মিয়া (২৫)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।