স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সাহাবুদ্দিন তালুকাদর (৪০) নামের এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ওসি দিলীপ কান্ত নাথের নির্দেশে পুলিশ নিশাপট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের রফিক মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর ১৮৮/২৪ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়।