স্টাফ রিপোর্টার ॥ সরকারি নির্দেশনা মোতাবেক শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার ২১ এর সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজ অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও কর্মচারীগন কলেজের শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর শচীন্দ্র কলেজ শিক্ষক মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় সভার শুরুতে ৫২ এর ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো.আব্দুল আলিম সোহাগ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন কৃতান্ত দাশ তালুকদার।এরপর আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মানিক চন্দ্র ভট্টাচার্য। পরে আলোচনা সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার, প্রভাষক রঞ্জু পাল,প্রভাষক ফাহিমা জেবু তুষা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক তপন কুমার হীরা,সহকারী অধ্যাপক মো. ফিরোজ মিয়া, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম খান, প্রভাষক মো. শাহ আলম (হি বি), প্রভাষক মো. আব্দুল্লাহ, প্রভাষক শাহ্ আলম (পরি), প্রভাষক জয়ন্ত কুমার দাশ, প্রভাষক জিয়াউল হকসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।