স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে ছাত্তার মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু নিয়ে সৃষ্ট হয়েছে ধূম্রজাল। এদিকে বিবাদীদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট অভিযোগ সু-বিচার পাওয়ার জন্য জাতিসংঘ ঘোষিত মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সহযোগিতা চেয়ে আবেদন করেছে বিবাদী পক্ষ। আবেদন উল্লেখ করা হয়, সাত্তার মিয়া দীর্ঘদিন যাবৎ হৃদরাগ আক্রান্ত ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি সকালে তার ভাই আলতা মিয়া একই গ্রামের ইয়াদ আলীর স্ত্রী রোকেয়া বেগমের সাথে বাড়ির পাশে জমিতে তুচ্ছ বিষয় নিয়ে হাঁকডাক দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে তার ভাইয়ের হাঁকডাক শুনে সাত্তার মিয়া বাড়ি থেকে দৌড়ে জমিতে যান। এ সময় সাত্তার মিয়া মাঠিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে জমি থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আলতা মিয়া বাহুবল মডেল থানায় তার ভাই হত্যা হয়েছে মর্মে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বাহুবল থানা পুলিশ আলাউদ্দিন ও রোকেয়া বেগম দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করে। পুলিশের তৈরি সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয় আব্দুল সাত্তার মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট এলে আসল মৃত্যুর কারন পাওয়া যাবে।