বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নবীগঞ্জের কালাভরপুরে যুবলীগ নেতা আলমগীরের দাপট

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে যুবলীগ নেতা আলমগীর ও গ্রামবাসীর বিরোধ নিয়ে গত দেড় মাস ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও বাড়িঘর জ¦ালিয়ে দেয়াসহ নানা ঘটনায় চরম আতংকে রয়েছেন এলাকাবাসী। গুরুতর আহত হয়ে অঙ্গহানীর আশংকা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গ্রামের লুৎফুর রহমান ও হাদি মিয়া। আহত অবস্থায় আরো অনেকেই চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত বছরের ডিসেম্বরে কালাভরপুর জামে মসজিদ নিয়ে যুবলীগ নেতা আলমগীর বাহিনীর সাথে এলাকাবাসীর বিরোধ দেখা দেয়। এ বিষয়ে গ্রাম পাঞ্চায়েত এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে বিচার সালিশ সংগঠিত হলেও বিষয়টি মিমাংসা হয়নি। পরে এ বিষয়ে সেনাবাহিনীর দ্বারস্থ হলে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ১৩ ডিসেম্বর রাতে লুৎফুর রহমান সারংবাজার থেকে কালাভরপুর গ্রামে যাওয়ার পথে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র নিয়ে লুৎফুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। তার পায়ের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর সোমবার যুবলীগ নেতা আলগীর খাঁনের নেতৃত্বে বদরুল আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও দুলাল মিয়ার বসতঘরে লুটপাট ও ভাংচুর চালায়। এতে ঘরে থাকা ১শ মন ধান ও অনেক মুল্যমান জিনিসপত্র সহ উভয়ের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
গত ২৫ জানুয়ারি শনিবার বিকাল ৩টার দিকে হাদি মিয়ার সাথে আলী আমজাদ খানের কথা কাটাকাটি হয়। এঘটনায় আলমগীর খান ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাদি মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কালাভরপুর গ্রামের একাধিক লোকজনের সাথে কথা হলে তারা জানান, উভয় পক্ষের বিরোধ নিস্পত্তির জন্য দুই ইউপি চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়রকে নিয়ে একাধিকবার সালিশ বৈঠক আহ্বান করা হলেও পরে আলমগীর খান অমান্য করে সংঘাতে জড়ায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com