প্রেস বিজ্ঞপ্তি ॥ নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট বসানো, টিসিবি’র ট্রাক সেল বন্ধ, ৪৩ লক্ষ পরিবারের টিসিবি কার্ড বাতিলের প্রতিবাদে এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার পূর্ব ঘোষিত কর্মসূচীতে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। গতকাল ১৬ জানুয়ারি স্থানীয় আরডি হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদ সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি রনজন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- কাজল চক্রবর্তী, ঝন্টু সরকার, আঃ ছাত্তার, রনজিত সরকার, মোঃ মঞ্জিল মিয়া, আঃ কাইয়ুম, সেলিম মিয়া, মোস্তফা মিয়া, মুদ্দত আলী, আরাধন সরকার।
সভায় বক্তাগণ বলেন- দ্রব্যমূল্যের উপর বর্ধিত ভ্যাট বসানোর জন্য অন্তবর্তী সরকারকে সমর্থন বা ক্ষমতায় বসাইনি। উপদেষ্টারা দেশের জনগণের বিপক্ষে যাওয়ার কোন সুযোগ নেই। তাই শ্রমজীবি গরীব মানুষের কথা মাথায় রেখে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের আহবান জানান। বক্তাগণ রেশনের আওতায় গরীব মানুষদের আনার দাবি করেন। সমাবেশে আদিবাসী ছাত্র জনতার উপর সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।