সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চুনারুঘাটে বিএনপির সমাবেশে জি কে গউছ ॥ বাংলাদেশের পতাকার অবমাননা করলে মানুষ বরদাস্ত করবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আঘাত আসলে ১৯৭১ সালে যেভাবে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল, ২০২৪ সালেও মানুষ জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বেঁচে থাকতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিবেন না। বাংলাদেশের ৬৪টি জেলায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী। তিনি গতকাল চুনারুঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিােভ মিছিল পরবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাইকমিশন সমুহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জি কে গউছ আরও বলেন- বাংলাদেশ হাসিনামুক্ত হয়েছে। দেশ পুনঃগঠনের কাজ চলছে। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে আমাদেরকে আবারও রাজপথে নামতে। বাংলাদেশ বীরের জাতি। বাংলাদেশ কারো করোনায় স্বাধীন হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, যুদ্ধে সক্রিয় অংশ গ্রহনে দীর্ঘ ৯ মাস যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি। এই পতাকার কেউ অবমাননা করলে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না।
তিনি বলেন- বিদেশে বসে রিকসা শ্রমিকের বেসে, ট্রাম্পের বেসে, ইসকনের বেসে, আনসারের বেসে, যে বেসেই আসুন না কেনো বাংলাদশে আপনাদের জায়গা হবে না। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, পিপি এডভোকেট আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু তাহের, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, এডভোকেট আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা শ্রমিকদলের সদস্য সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল, চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, আব্দুল মুকিত, জসিম মিয়া, নুরুল আমিন, জমরুত আলী, জসিম উদ্দিন, জুবায়ের কবির চৌধুরী, মাহমুদুল হাসান, প্রফেসর হামিদ তালুকদার, কামরুল হাসান শামীম, আতিকুল কবির, হাবিবুল আলম, সৈয়দ মাহফুজ, মোজাহিদ মিয়া, শফিক মিয়া, এডভোকেট শাহিন মিয়া খন্দকার, আব্দুল আজিজ ফরহাদ, এস এম মানিক, মুজিবুর রহমান মুজিব, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, মর্তুজা আহমেদ রিপন, আবু ছালেক, টিপু আহমেদ, কামরুল হাসান রিপন, মিজানুর রহমান সুমন, মহিবুর রহমান শাওন, গোলাম মাহবুব, ফাহিম হোসেন, নাজমুল হোসেন বাচ্চু, আব্দুর রউফ উস্তার, আবু তাহের লীল মিয়া, এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, শফিক মিয়া, জালাল মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, নাসির মিয়া, জামাল মিয়া, রফিক মিয়া তালুকদার, কামরুল হাসান মাসুম, গিয়াস উদ্দিন, আলী হায়দার, এডভোকেট শাহ মশিউর, আব্দুল হাই, কুতুব আলী মীর, এমদাদুল হক ইমন, আবুল কাশেম আব্দাল, আব্দুর রাজ্জাক, আব্দুর শহিদ মেম্বার, মজনু তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com