স্টাফ রিপোর্টার ॥ আন্ত:জেলা বিকাশ প্রতারক চক্রের নেতা রমজান শেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিকাশ হ্যাকিং এর সরঞ্জাম ও মোবাইল জব্দ করা হয়। গত সোমবার রাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ মাদারীপুর জেলার শিবচর থানা পুলিশ এর সহায়তায় তাকে আটক করেন। সে বক্তেরকান্দি গ্রামের আব্দুস সুবহান শেখের পুত্র। পুলিশ জানায়, রমজান সহ একটি চক্র বিকাশ হ্যাকিং করে হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি এক বিজিবি সদস্য এর হবিগঞ্জ শাখা থেকে ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসায় সে ঘটনার কথা স্বীকার করে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।