স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈয়মুর ইসলামকে বদলী করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় তিনি দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থল গাজীপুর জেলায় যোগদান করেন। অভিযোগ রয়েছে-তিনি শায়েস্তাগঞ্জে যোগদান করার পর থেকেই টোকেন বাণিজ্য, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। বহুবার এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের টনক নড়েনি। সম্প্রতি তিনি ভারতীয় অবৈধ চিনির ট্রাক আটক করে এরপর অনেক চিনির বস্তা আটক করেন। যার হিসাব তিনি দিতে পারেননি। এ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্তের বিষয়টি প্রমাণিত হলে তাকে বদলী করা হয়। হাইওয়ে থানার এসআই ইকবাল হোসেন বদলীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকালই তিনি শায়েস্তাগঞ্জ ছেড়ে চলে যান। কয়েকদিনের মধ্যেই নতুন ওসি যোগদান করবেন। দুর্নীতি, অনিয়মের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, আমি কিছু জানি না, স্যার জানেন।