নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর পশুর হাট ছালামতপুরস্থ নির্ধারিত স্থানের পাশাপাশি নবীগঞ্জ-শেরপুর সড়ক সংলগ্ন বসানোর ফলে যানজটের কবলে পড়েন পথচারীরা। দীর্ঘ যানজটের কারনে জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এতে দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের কোন মাথা ব্যথা নেই। যে যার মতো করে পশুর হাট বসাচ্ছেন। সূত্রে জানা যায়, চলতি বছর পৌর এলাকার ছালামতপুরস্থ নবীগঞ্জ পৌর পশুর হাট ইজারা না যাওয়ায় পৌর কর্তৃপক্ষ নিজ দায়িত্বে হাট বসিয়ে টোল আদায় করে আসছিলেন। সম্প্রতি পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ১ মাসের জন্য প্রকাশ্যে নিলামের মাধ্যমে পশুর হাট ইজারা দেয়ার উদ্যোগ নেন। ১ম দিন ইজারায় অংশ গ্রহনকারীরা সিন্ডিকেট করে ইজারা নেন নি। পরবর্তীতে ১৫ লাখ টাকায় ভ্যাটসহ ১৯ লাখ টাকায় ১ মাসের জন্য বাজারটি ইজারা দেন পৌর কর্তৃপক্ষ। শুক্রবার (৩রা জুন) ছিল ইজারাদারদের ১ম বাজার। কোরবানির জন্য ওই হাটে পশু গরু-ছাগল উঠেছে প্রচুর। কিন্তু নির্ধারিত মাঠে স্থান সংকুলান না হওয়ায় ইজারাদারগণ বাজার বৃদ্ধি করে নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে পর্যন্ত গরু-ছাগলের হাট বসায়। এতে ওই সড়কের উভয় পাশে গরু পরিবহনের পিকআপ গাড়ী দাড় করিয়ে রাখা হয়। অন্যদিকে এর কাছাকাছি স্থানে গরু-ছাগল বিক্রির জন্য রাখা হয়। ফলে সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর পাল্লার গাড়ী বাস, সিএনজি, মিশুক নিয়ে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামন থেকে ছালামতপুর বাস টার্মিনালে যেতে সময় লাগে ৫ মিনিটের স্থলে ১ ঘন্টা। জনগণের চরম এই ভোগান্তি ও দুর্রভোগের ফলে অতিষ্ট হয়ে পড়েন সাধারণ মানুষ। বিষয়টি দেখার মতো যেন কেউ নেই। আগামী দিন যেন এমনটা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন ভুগন্তভোগীরা।