স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীতে গোসল করতে নেমে রেদুয়ান আহমেদ (৬) নামের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। সে নূরপুর ইউনিয়নের আলগাপুর গ্রামের কাজী মিজানুর রহমানের পুত্র। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
জানা যায়- দুপুরে সে অন্যান্য শিশুদের সাথে ওই নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। অন্যান্য শিশুরা শোর চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুতাং বাজারের এক স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।