শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতার ৫৩ বছরেও একটি ব্রিজের অপেক্ষায় নবীগঞ্জের ৭ গ্রামের মানুষ সবুজ চা বাগানে মুত্রা ছড়াচ্ছে লাল শাপলা বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পাতিল ভর্তি কড়ি হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দেশের গ্রামীণ খেলাধুলা শায়েস্তাগঞ্জে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বাড়ছে কৃষকদের ভারতে অনুপ্রবেশের সময় বাল্লা সীমান্তে আটক ৩ বিএনপি নেতা সৈয়দ রিয়াজের মায়ের কবর জিয়ারত করলেন জিকে গউছ দেশের একমাত্র আগাম দুর্গাপূজা শুরু হয়েছে শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডি মন্দিরে নবীগঞ্জে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু মাধবপুরে বালু বোঝাই ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থান কাপড় আটক করেছে বিজিবি

স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যুক্তরাষ্ট্র থেকে ॥ স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম আইনপ্রণেতা, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কৃতি সন্তান ফয়সল চৌধুরী এমবিইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর রবিবার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে এ গণসংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সহ-সভাপতি সাব্বির হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব রোকন হাকিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফয়সাল চৌধুরী (এমবিই)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির আহ্বায়ক আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বির হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাজ্ষ্ট্র ইনক এর বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সাবেক বোর্ড অব ট্রাস্টি এডভোকেট নাসির উদ্দিন, বর্তমান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক বোর্ড অফ ট্রাস্টি আব্দুস সহিদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডেমোক্রেটিভ পার্টির ইলেকট্রিক মেম্বার হাছান আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী আকবর হোসেন স্বপন, বোর্ড অব টেন মেম্বার ইব্রাহিম খলিল রিজু, চুনারুঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি শেখ জামাল, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, হবিগঞ্জ সদর সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক উপদেষ্টা লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কার্যকরী সদস্য আব্দুল মান্নান সিকদার, রাজিব চৌধুরী, সাবেক সহ-সভাপতি মোঃ আজমান আলী, হবিগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সাবেক সদস্য ও হবিগঞ্জ জেলা সদর সমিতির সহ-সভাপতি মোঃ শামসুল হক, সাবেক কর্মকর্তা হবিগঞ্জ জেলা সমিতির শাহ গোলাম রহিম শ্যামল, চুনারোঘাট সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম ভূঁইয়া, সাবেক সিআইডি কর্মকর্তা কামরুল ইসলাম ও তার সহধর্মিনি সাবেক পূবালী ব্যাংকের ম্যানেজার মনজু চকদার, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন ও কমিউনিটি এক্টিভিজ প্রফেসর আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি এক্টিভিজ মোঃ আব্দুল কুদ্দুস, দাদা হোম কেয়ারের স্বাত্ত্বাধিকারি নিছপা হোসেন, গোল্ডেন প্লাজার পরিচালক বেলাল ইসলাম, সুন্দরবনের পরিচালক স্বপন তালুকদার, বাংলাদেশ সোসাইটি অব ব্রঞ্চ এর সভাপতি সামাদ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com