বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

সুতাং নদী থেকে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু ॥ রেল ব্রীজসহ হুমকির মুখে নদীর বাঁধ

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে দিবারাত্রি বালু তোলা ও পাচারের অবাধে ধুম চলছে। সরকারি কোনো ইজারা না থাকায় প্রতিদিন নদীর রেলব্রীজসহ বিভিন্ন পয়েন্ট থেকে বালু তুলে সেগুলো নৌকায় দিয়ে পাচার হচ্ছে। যত্রতত্র বালু তোলার কারণে এরই মধ্যে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাঁধ এবং ঢাকা-সিলেট মহাসড়কের ব্রীজ ও রেল ব্রীজ। নদীর দুই পাড়ের ভাঙনে নষ্ট হচ্ছে ফসল জমি, জনপথ, রাস্তাঘাট, কবরস্থান ও ব্রীজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ঘটতে পারে সড়ক ও রেল ব্রীজ দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে অবৈধ ভাবে সুতং নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা না হলে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটতে পারে উপজেলার নদী তীরবর্তী গ্রাম গুলো, রেল ব্রীজ ও মহাসড়কের ব্রীজ।
সম্প্রতি আলগাপুর নামক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে কান্দিগাঁও গ্রামের বালু ব্যবসায়ী রফিক মিয়াকে বালু বোঝাই নৌকাসহ আটক করে এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানা এবং কারাদণ্ড দেন। সেই সাথে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দেয়া হয়। কয়েক মাস বালু উত্তোলন বন্ধ থাকার পর আবারো নতুন করে শুরু করেছে ওই চক্র। উপজেলা প্রশাসন প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত বালু খেকোদের দমনে হার্ড লাইনে যাওয়ার দৃশ্যমান কোনো পদক্ষেপ নজরে আসেনি। সুতাং নদী থেকে প্রতিদিন দিবারাত্রি অবৈধ ভাবে বালু পাচারের জন্য নুরপুর ইউনিয়নের একটি শক্তিশালী চক্র জড়িত রয়েছে। সিন্ডিকেট চক্ররা মুখ বন্ধ করতে মাসোহারা দিয়ে যাচ্ছেন বিভিন্ন মানুষকে। খোঁজ নিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ জেলার আদমপুর, লাখাই এবং সদর উপজেলার কাটাখালী এলাকা থেকে ছোট-বড় নৌকা নিয়ে এসে মররা, লাদিয়া, পুরাসুন্দা, শ্রীরামপুর, মদনপুর, নোয়াগাঁও, আলগাপুর, সুতাং ব্রীজের পাশে, সুতাং রেলওয়ে ব্রীজের পাশে এবং মহাসড়কের ব্রীজের পাশে বিভিন্ন অংশ থেকে বালু তুলে পাচার করা হচ্ছে। প্রতি নৌকায় ১২শ টাকা থেকে ১৫শ টাকা দিতে হচ্ছে ওই চক্রকে। টাকা না দিলে কোনো নৌকা ওই সব স্পট গুলোতে প্রবেশ করতে দেয় না চক্রের সদস্যরা। এ বিষয়ে সুতাং বাজারের এক লোক জানান, আমরা কার কাছে গিয়ে বলবো। সুতাং নদী থেকে অবৈধ বালু উত্তোলন হয়, কিন্তু কেউ এ বিষয়ে কথা বলার সাহস নেই। বালুগুলো দিনের চেয়ে রাতে বেশি পাচার হয়। যেমন সন্ধ্যার পর থেকে সকাল সাড়ে ৯ টা সময় বালু উত্তোলন হয় বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com