শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪ শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩ মাদক কারবারি গ্রেফতার নবীগঞ্জের বৈঠাখালে একটি পরিবারকে সমাজচ্যুৎ ॥ ইউএনও এর নিকট লিখিত অভিযোগ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মাধবপুরের দলগাাঁও প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন লাখাই সড়কে মোটর সাইকেল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আশুগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে মাদকাসক্ত যুবকের নিজের গলা কেটে আত্মহত্যা চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের ঋণ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান

জাতীয় বাজেট অধিবেশনে নিজের নির্বাচনী এলাকার জন্য বিভিন্ন বরাদ্দের দাবী জানালেন এমপি রুয়েল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বাজেট অধিবেশনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, আইন-বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, প্রধানমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা সত্যিই প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ স্বরণ রাখবে। তিনি স্পীকারকে ধন্যবাদ জানিয়েছেন নিজ নির্বাচনী এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘সংসদে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। আমার হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীঞ্জ)-এর বানিয়াচং উপজেলায় স্বাস্থ্যমন্ত্রীর প্রথম কর্মস্থল ছিল। তিনি অত্যন্ত দক্ষ একজন স্বাস্থ্যমন্ত্রী। বানিয়াচং ও আজমিরীগঞ্জ হাসপাতালে জনবল নিয়োগটি অত্যান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ডিজিটাল এক্সরে মেশিন, আলট্রা সনোগ্রাফ মেশিন ও এ্যাম্বলেন্সসহ আরো অনেক কিছু সরঞ্জাম প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে আশ^স্থ্য করেছেন। আমি আশা করি অতি শীগ্রই বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী তার কাছ ওই সেবাটুকু পেয়ে উপকৃত হবে। আমাদের আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও রাস্তা, বদলপুর, পাহাড়পুর রাস্তা সংস্কার করে অতি শীগ্রই প্রশ্রস্থ করা প্রয়োজন। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে নতুন ভবন প্রয়োজন। আর আজমিরীগঞ্জ উপজেলায় যদি একটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম করা যায় তা হবে এলাকার মানুষের জন্য অত্যান্ত সৌভাগ্যের বিষয়। আমাদের বানিয়াচং সদরে ৪টি ইউনিয়ন। পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম ৪টি ইউনিয়ন নিয়ে। এই ৪টি ইউনিয়নে জলাবদ্ধতা দূর করার জন্য অতি শীগ্রই ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি ৪টি ইউনিয়নে দৃষ্টিনন্দন রাস্তার মাধ্যমে প্রতিটি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা প্রয়োজন। কাগাপাশা থেকে চক বাজার রাস্তা অতি শীগ্রই করা প্রয়োজন। বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়ন, কাগাউড়া ইউনিয়ন এবং পুকড়া ইউনিয়নে রাস্তা, ব্রীজসহ আরো অনেক উন্নয়ন কাজ প্রয়োজন। বানিয়াচং টু আজমিরীঞ্জ, বানিয়াচং টু নবীগঞ্জ এবং বানিয়াচং টু হবিগঞ্জ ৪ লেন রাস্তা করার প্রস্তাব ইতিমধ্যে আমরা করেছি, এই রাস্তাগুলো যদি অনুমোদন হয়, তাহলে স্মাট বাংলাদেশ গড়তে সেটা আরও সহায়তা করবে। এছাড়াও হাওড় অঞ্চলে জন ব্যবস্থাপনা উন্নয়নের জন্য যে প্রকল্প রয়েছে সে প্রকল্পটি আমাদের অত্যান্ত প্রয়োজন। সংসদে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী উপস্থিত রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। বানিয়াচং-আজমিরীগঞ্জে যে মরহুম শরীফ উদ্দিন সড়ক রয়েছে, সেই সড়ক সংস্কারের জন্য তিনি ৩২ কোটি টাকা অনুমোদন করেছেন। এছাড়াও আমি আরেকটি দাবী জানাচ্ছি, আমাদের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রদ্বেয় আমির হোসেন মাস্টার যিনি জাতীর জনককে হত্যার প্রতিবাদ করায় ১৯৭৫ সালে ১৮ মাস জেল কেটেছিলেন, তার নামে একটি দৃষ্টিনন্দন রাস্তা করার জন্য। এছাড়াও ত্রান মন্ত্রীকে আমি অনুরোধ করছি, বানিয়াচং-আজমিরীঞ্জের হাওর অঞ্চলে বন্যায় যারা অনেক সমস্যায় সম্মুখিন হচ্ছে তাদের জন্য বিশেষ বরাদ্দের মাধ্যমে সেখানে মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য। সম্প্রতি চলতি ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটে আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com