স্টাফ রিপোর্টার ॥ স্কুল শিক্ষক ও সংস্কৃতিকর্মী রিবন রূপা দাশের মৃত্যুর রহস্য উদঘাটন ও সুদের ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ। গতকাল ২৩ জুন দুপুরে নাগরিক আন্দোলনের এক প্রতিনিধি দল জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে বলা হয়, রিবন রূপা দাশের এ রহস্যজনক মৃত্যুতে নাগরিক সমাজ উৎকন্ঠিত ও ক্ষুব্ধ। তাই এ মৃত্যুর জন্য কোন ব্যক্তি বা চক্র দায়ী থাকলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ মৃত্যুর সাথে সাথে একটি বিষয় আলোচনায় এসেছে- হবিগঞ্জের সুদের ব্যবসায়ী চক্র। এ চক্রের বিরুদ্ধেও যথাযথ ব্যবন্থা গ্রহণ করতে হবে। এ সময় জেলা প্রশাসক উল্লিখিত ঘটনার তদন্তে যথাযথ প্রশাসনিক তৎপরতা চলমান আছে বলে নাগরিক আন্দোলনের প্রতিনিধি দলকে অবহিত করেন। পরে প্রতিনিধি দল হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ আখতার হোসেনের নিকটও স্মারকলিটি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি পীযূষ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, চৌধুরী মহিবুন্নুর ইমরান, রঞ্জন কুমার রায়, আবুল হাশেম, খলিলুর রহমান প্রমুখ।