ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র দাবদাহে যানবাহন চালকদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে হাইওয়ে পুলিশ। গতকাল রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় বাস-ট্রাক পিকআপভ্যান চালকদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ। এসময় বাস-ট্রাক পিকআপভ্যান চালকদের তীব্র দাবদাহের মধ্যে সচেতন হয়ে বিশ্রাম নিয়ে গাড়ি চালাতে পরামর্শ দেয়া হয়।
এসময় যানবাহন চালকরা হাইওয়ে পুলিশের মানবিক এই কর্মকাণ্ডকে স্বাগত জানান।
সচেতনামূলক কর্মকাণ্ডে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী প্রমূখ।