মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইসলামি সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আয়োজনে হিফজুল কোরআন ও হামদ, নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুল আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মুদরিকুল হুসেন, আব্বাস উদ্দিন মিজান, এখলাছুর রহমান। উক্ত প্রতিযোগিতায় মাধবপুর ও বিজয়নগর উপজেলার ২৮ টি মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বেস্ট অর্গেনাইজার অফ ইয়ার পুরুষ্কার পান নয়ন চৌধুরী, জায়নাল মিয়া ও কাউসার হামিদ।