আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে আব্দুস সহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় আজমিরীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক মোজাক্কির হোসাইনের নিকট বিদ্যালয়ের নামজারী পর্চা চাওয়ার জের ধরে আব্দুস সহিদ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে লাঞ্ছিত করে। শুধু তাই নয়, ওই সময় সে শিক্ষকের ওপর আক্রমণের জন্য উদ্যত হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শিক্ষক, ছাত্র ও অভিভাবক সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ঘরদাইর গ্রামের আনু মিয়ার পুত্র আব্দুস সহিদ, সামছু মিয়ার পুত্র এমায়ূন ও সৌলরী গ্রামের আফতাব উদ্দিনের পুত্র মুসার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে হয়রানি করছে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, সাধারণ ডায়েরী পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।