শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪ শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩ মাদক কারবারি গ্রেফতার নবীগঞ্জের বৈঠাখালে একটি পরিবারকে সমাজচ্যুৎ ॥ ইউএনও এর নিকট লিখিত অভিযোগ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মাধবপুরের দলগাাঁও প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন লাখাই সড়কে মোটর সাইকেল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আশুগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে মাদকাসক্ত যুবকের নিজের গলা কেটে আত্মহত্যা চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের ঋণ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান

নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে ফের ৫০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ আনলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” খাতের আওতায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলার উন্নয়নে ফের ৫০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ এনেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। উক্ত বরাদ্দের অনুকূলে ১৫টি প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রদান করেছেন তিনি। প্রকল্পগুলো হলো- নবীগঞ্জ উপজেলার ১নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর জামে মসজিদ উন্নয়ন (১ লক্ষ টাকা), ৫নং আউশকান্দি ইউনিয়নের আলমপুড় জামে মসজিদ উন্নয়ন (১ লক্ষ টাকা), ৯নং বাউসা ইউনিয়নের চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বিজনীখাল পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৪ লক্ষ টাকা), ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার ব্রীজ হতে চরপাড়া পর্যন্ত আরসিসি করণ (১৫ লক্ষ টাকা), মিলনগঞ্জ বাজার মসজিদ উন্নয়ন (১ লক্ষ টাকা), ১৩নং পানিউমদা ইউনিয়নের রইছগঞ্জ বাজার-নোয়াগাঁও পাকা রাস্তার মুছিরে টেক হতে সংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা), নোয়াগাঁও বাবুল মিয়ার দোকান হতে সুমন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা) ও নবীগঞ্জ পৌরসভার অন্তর্গত নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা মসজিদের ২য় তলা উন্নয়ন (১ লক্ষ টাকা)। বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের হাজী ইদ্রিছ উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নিকট হতে পূর্ব দিকে ময়ত আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা), সুতিন মুড়াগাঁও রাস্তার সুতিন শাম বাড়ির রাস্তা মুড়াগাঁও স্কুল পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা), কসবা-করিমপুর আবদালের বাড়ির ইট সলিং রাস্তা হতে প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা), বালি চাপড়া গ্রামের বাদুল্লা মুরব্বির সেলু মেশিনের নিকট হতে পূর্ব দিকে আব্দুর রহিমের বাড়ির নিকট পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা), নন্দনপুর-মিরপুর পাকা রাস্তার রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে লমানিক্ষুদ্র গ্রাম হতে ব্রাম্মনগাঁও মসজিদ পর্যন্ত রাস্তা ইটসলিং করণ (৩ লক্ষ টাকা), মিরপুর চৌমুহনা হতে শ্মসানের মুখ পর্যন্ত রাস্তা ঢালাই করণ (৩ লক্ষ টাকা), আব্দুল্লাপুর একঢালা পাকা রাস্তা হতে আজিজ মিয়ার বাড়ির সামন হতে বসিনা ইসলামী একাডেমী পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com