শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

আজ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন ॥ আসছে নতুন নেতৃত্ব ॥ সভাপতি-সম্পাদক পদে প্রার্থীর বাহার

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৩৮ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল/এম কাউছার আহমেদ ॥ সাড়ে ৪ বছর পর আজ শনিবার বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০১০ সালের ১০ মার্চ হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে ছাত্রনেতা মোস্তফা কামাল আজাদ রাসেল সভাপতি ও সাইফুল আলম রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তাদের নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কিন্তু ২ বছর পর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রানা লন্ডনে চলে যাওয়ায় পরবর্তীতে সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলের একক নেতৃত্বে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, বৃন্দাবন সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাধবপুর উপজেলা ও পৌরসভা, আজমিরীগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ উপজেলা ইউনিটের কমিটি গঠন করেন। এদিকে চলতি বছরের ফেব্র“য়ারী মাসে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যাকান্ডের ঘটনায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এর পর নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আর কোন কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন যাবত জেলা ছাত্রলীগের সম্মেলন হবে হবে করেও হচ্ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক পত্রে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বর্ধিত সভা আহ্বান করেন ৬ সেপ্টেম্বর। কোন প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই মাত্র ৬ দিন সময় হাতে রেখে বর্ধিত সভার তারিখ ঘোষণা করায় নেতাকর্মীরা পরে যান বিপাকে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।
পরে জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বর্ধিত সভার পরিবর্তে সম্মেলনের দাবী জানালে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্মেলন ঘোষনা করেন। জেলা ছাত্রলীগ ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতিও সম্পন্ন করে। সম্মেলন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে প্রায় তিন শতাধিক তোরণ। ব্যানার, ফেস্টুুন, প্ল্যাকার্ডে চেয়ে গেছে সারা জেলা।
এদিকে আজকের সম্মেলনে সভাপতি পদে ১৩ প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ২০ প্রার্থী তাদের বায়োডাটা জমা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত কতজন থাকবেন মাঠে। সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে-তারা হলেন বর্তমান সহ-সভাপতি ধ্র“ব জ্যোতি দাস টিটু, শাহ জয়নাল আবেদীন রাসেল, নুরুল হক কবির, আসাদুজ্জামান খাঁন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাজ চৌধুরী, মানিক মিয়া, এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, কায়েছ চৌধুরী, রাসেন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সভাপতি শাহ ওবায়দুর রহমান তরু, সহ-সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, আতাউর রহমান ইমরান, আশিকুর রহমান তরফদার। সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে- তার হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান কমল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মাহবুবুর রহমান সানি, সাব্বির আহমেদ রনি, প্রচার সম্পাদক মহিবুর রহমান মাহী, সামিউর রহমান রুমেল, জিবলু আহমদে রবিন, হাফিজুল ইসলাম, বাদল মিয়া, শাকিল আহমেদ, সাদিক হোসেন মুকুল, সোহেল আহমেদ, জাকির হোসেন, আব্দুল আজিজ ও আজমলুল করিম সহ ৩৩ জন।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগের কমিটির কোন পদে প্রার্থী হতে হলে অবশ্যই কমিটির সাধারণ সদস্যপদ থাকতে হবে। পাশাপাশি অধ্যয়নরত, অবিবাহিত ও বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে। কোন অছাত্র, বিবাহিত বা বয়সসীমার বাইরে হলে ছাত্রলীগের প্রার্থী হওয়ার অযোগ্য বলে গণ্য হবে। এদিকে সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে অনেক নেতাকর্মী ছাত্রলীগের নীতি নির্ধারণী কেন্দ্রীয় নেতাদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেছেন। অনেক নেতাই জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি/সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতিসহ আওয়ামীলীগের সিনিয়র নেতাদের আশির্বাদ পাওয়ার জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সম্মেলনকে সামনে রেখে ছাত্রলীগ নেতারা প্রতিদিন শহরে প্রচার মিছিল বের করছেন এবং শহরের বিভিন্ন স্থানে জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডঃ মোঃ আবু জাহির, সাধারন সম্পাদক এমপি এডঃ আব্দুল মজিদ খানসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকর্মীদের ছবি সংবলিত ব্যানার পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, এডঃ মাহবুব আলী এমপি, এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় সহ-সভাপতি নাঈম হাসান, আইন সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, বে-সরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ সম্পাদক শাহীন আহমেদ সিরাজী, উপ-আপ্যায়ন সম্পাদক মশিউর রহমান সুমন, উপ-ধর্ম সম্পাদক নিউটন দাশ, সহ-সম্পাদক মোঃ শাহ আলম, উপ সম্পাদক নজরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com