রবিবার, ১২ মে ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমপি ও ডিআইজি ॥ বানিয়াচঙ্গে অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক জুমার খুৎবায়-মাওলানা মোবাশ্বির আহমেদ ॥ আগুয়া গ্রামে তিন খুনের মধ্যে দিয়ে গজব নাজিল হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছে তারা মুনাফিক, বেঈমান-ছাবির আহমদ চৌধুরী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেপ্তার অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হকের ইন্তেকাল মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা উপজেলা নির্বাচন কমিটির সদস্য হলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট

শায়েস্তাগঞ্জে হপবিস’র বার্ষিক সাধারণ সভায় ॥ বোর্ডের সভাপতি মিজানুর রহমান চকদার সচিব এমদাদুল ইসলাম সোহেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্তীর পক্ষে চেয়ারম্যানের বাণী পাঠ করেন বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। পর্যায়ক্রমে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড সভাপতি মিজানুর রহমান চকদার, জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ^াস, সমিতি বোর্ড সচিব মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল কবির লস্কর নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন। পরে সমিতির গ্রাহক কুপনের লটারী ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমিতি বোর্ডের বিভিন্ন এলাকার পরিচালকগণ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ছাড়াও শত শত গ্রাহক উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভাকে আকর্ষণীয় করতে পিঠার স্টলের আয়োজন করা হয়। এর আগে সকালে বেলুন-পায়রা উড়িয়ে এ সভার উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিকেলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি পদে ৪র্থ বারেরমত মিজানুর রহমান চকদার, সহ-সভাপতি পদে মোহাম্মদ রেজাউল কবির লস্কর, সচিব পদে ৩য় বারেরমত দৈনিক লোকালয় বার্তার সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল ও কোষাধ্যক্ষ পদে মোঃ জহিরুল ইসলাম নির্বাচিত হন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com