স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরের দত্তপাড়া থেকে ডাকাতদল দলের সদস্য ও ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোশাহিদ আলী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সকালে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের চেরাগ আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানাসহ সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল শনিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।