সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

নবীগঞ্জে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ওরস ও আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধ ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (র:) এর সঙ্গী ৩৬০ আওলিয়ার অন্যতম ও তরফ বিজয়ী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরস মোবারক। বুধবার ওয়াজ ও ওরছের প্রথম দিন মাজার সংলগ্ন তাহার অধ:স্তন পুরুষ সাকির মোহাম্মদ লাখেরাজ খানেবাড়ীতে অবস্থিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরছের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর পবিত্র মাজার শরীফে মোতাওয়াল্লী মাসুদ রেজা চৌধুরীর পক্ষে গিলাফ ছড়ান মাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গজল পরিবেশন করেন ফরিদ মিয়া ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ আলামিন মিয়া। বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ ফরমান হযরত মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, হযরত মাওলানা তাজউদ্দিন আফজাল সিরাজী সাহেব সুনামগঞ্জী, হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন ভূইয়া, হযরত মাওলানা কাজী আব্দুল আলীম সাহেব, হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান, হযরত মাওলানা ক্বারী আব্দুর নূর সাহেব, হযরত মাওলানা ক্বারী মুজিবুর রহমান তাউছ, হাফেজ ক্বারী রাহেল আহমেদ সাহেব, হাফেজ ক্বারী মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র (১) মোঃ জয়নুল ইসলাম, পিতা- মোঃ ইছব আলী, গ্রাম- ছারিকাটি চক, থানা- দক্ষিণ সুরমা (২) মোঃ ইমাদ উদ্দিন মিনু, পিতা মোঃ শফিক মিয়া, থানা ও জেলা- সিলেট। কোরআন হিফজ করায় তাকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি হযরত মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী সাহেব। বক্তারা অলি আউলিয়ার শান ও মান উল্লেখ করে বলেন এই এলাকা ছিল সিলেটের শেষ হিন্দু রাজা গৌড় গোবিন্দের শেষ দক্ষিণ সীমানা সীমান্ত চৌকি এবং এই এলাকার সীমান্ত শাসক বা নিরাপত্তা রক্ষির নাম ছিল সিং রাজা। হযরত শাহজালাল (রঃ) এবং উনার সঙ্গীরা এখানে অবস্থানকালে সুপ্রিয় পানির প্রয়োজনে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) তার হাতের আশা ছুড়ে (বাল্লা) মারেন। যেস্থানে আশাটি পতিত হয়, ঐ স্থান হতে আল্লাহর কুদরতে পানি উঠে জলাশয়ের সৃষ্টি হয়ে বিলে পরিণত হয়। তাই ইহা বাল্লা বিল এবং তীর বিলপাড় নাম খ্যাতি অর্জন করে। এখনো বাল্লা বিল কালের সাক্ষী হয়ে আছে। ওলির এই কেরামতি দেখে গৌড় গোবিন্দের সীমান্ত শাসক সিং রাজা পালিয়ে যায় এবং হযরত শাহজালাল (রঃ) নির্দেশে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) সিং রাজার বাড়ীতে বসতি স্থাপন করে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন এবং অমুসলিমরা দলে দলে মুসলিম হয়। তৎকালীন শাসক ওলির কেরামতি দেখে ওলির সম্মানে অত্র এলাকা লাখেরাজ (নিস্কর) করে দেন বৃহস্পতিবার ওরসের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে পবিত্র কোরআন খতম, বাদ জোহর মাজার জিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ ও মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষে সিন্নি বিতরণ করা হয়। ওয়াজ ও ওরসে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয়। ওয়াজ ও ওরস সুষ্ঠুভাবে হওয়ায় মাজারের মোতাওয়াল্লী মাসুদ আহমেদ চৌধুরী ও মাদ্রাসার পরিচালক আব্দুল কাহহার চৌধুরী ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মাহতাব উদ্দিন ও মাজার কমিটির সেক্রেটারী মাজার মসজিদের ইমাম ও আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com