শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস চুনারুঘাটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মাজার জিয়ারত পৌর এলাকার অটোরিক্সা চালকদের যাচাই বাছাই কার্যক্রম ও তামাক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার খুৎবায় হাফেজ আমিনুল হক ॥ দুযকের আগুন থেকে রক্ষা পেতে হলে সন্তানদেরকে মক্তব ও মসজিদে পাঠান জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্ণিল সাজসজ্জ্বা আর জমকালো আয়োজনের মধ্যদিয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার (৩১ জানুয়ারী) দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ। এর পরই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গানের সাথে মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয়। প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হৃদয় সরকার’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর সিদ্দীকি। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ছাত্র জীবনটি অত্যান্ত মূল্যবান একটি সময় এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী জীবনটিকে অনেক উপভোগ করা যাবে। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে অতএব তাদের সেইভাবেই প্রস্তুত করতে হবে। শিক্ষক এবং মাবাবাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাদের সম্মানহানী হয় এরূপ আচরণ কখনো যেন আমরা না করি। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে, এ অভ্যাসটি ছাত্রবস্থায়ই নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ সকল সহপাঠক্রম বিষয়ে অংশ গ্রহন করে নিজেকে আগামীর জন্য তৈরী করতে হবে। আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার অকান্ত পরিশ্রমে পুরো অনুষ্ঠানটি অত্যান্ত সফল ভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com