প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে ব্যাতিক্রমধর্মী আইটি প্রতিষ্ঠান কোডেক বিডি ও সহযোগী প্রতিষ্ঠান কোডিজেন এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ভবনের ২য় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে কোডেক বিডি এর প্রতিষ্ঠাতা আশীষ কুমার কুরীর সঞ্চালনায় ও মোঃ ওয়াকিল হাসান পাভেল এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। পরে মেয়র অনলাইন পরীক্ষা অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ সময় প্রধান অতিথি মেয়র আতাউর রহমান সেলিম বলেন, কোডেক বিডি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কোডিং ও ফ্রিলান্সিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষার মাধ্যমে বিজয়ীদের প্রতিষ্ঠানটিতে মাত্র ১০০ টাকায় কোডিং শেখাচ্ছে। তাদের এই উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটি তরুন প্রজন্মকে দক্ষতা উন্নয়নে অবদান রাখছে। কোডেক বিডি এর অন্যতম প্রতিষ্ঠাতা মো ওয়াকিল হাসান পাভেল বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা নাফি-উল-ইসলাম চৌধুরী এবং কোডিজেন প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর সাগর শীল, মো: আজিজুর রহমান রাজন, নবীন শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।