সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

চৌধুরী বাজার জামে মসজিদে জুম্মার খুৎবায় মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী ॥ কোটি টাকার সম্পদের চেয়েও নেককার সন্তান বেশি দাবী

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন- আমরা সম্পদের পিছনে এমনভাবে মত্ত হয়ে গেছি যে, সন্তানের খবর রাখার সময় থাকে না। সন্তান কার কাছে কি পড়ছে কি আমল করছে তার কোনো হিসাব আমরা রাখি না। শিক্ষক ছাত্র/ছাত্রী একসাথে সিনেমা দেখে, নাচে, গান গায়, এমন সন্তান আপনার জীবনে কোনো কাজে আসবে না। আমাদের উচিৎ আমলদার চরিত্রবান শিক্ষকের মাধ্যমে সন্তানদের পড়ানো। বাদশা আলমগীর নিজের সন্তানদের এভাবেই শিক্ষা দিতেন। শিক্ষক নিয়োগের আগে দুটি বিষয় নজর রাখতেই হবে। আর তা হল শিক্ষক মেধাবী কি না, শিক্ষক চরিত্রবান কি না। শিক্ষক খুব মেধাবী কিন্তু চরিত্র ভাল না, আবার শিক্ষক খুব চরিত্রবান কিন্তু মেধাবী না, এমন শিক্ষকের হাতে সন্তানকে তুলে দেবেন না। কোটি টাকার সম্পদ হয়তো আপনার কাজে লাগবে না, কিন্তু একজন নেককার সন্তান যদি হাত তুলে দোয়া করে তাহলে আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। কাজেই সন্তানকে সুসন্তান, নেককার সন্তান, আমলদার সন্তান হিসাবে গড়ে তুলতে যদি অতিরিক্ত টাকা খরচ হয় তাহলে তাই করা উচিত।
মাওলানা আব্দুল মজিদ বলেন- ন্যায় বিচারকরা আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। নিজের দেহের সাথে আপনি ন্যায় বিচার করছেন কি না তাও জিজ্ঞাসা করা হবে। একজন মুসলমানের দেহের হক হচ্ছে নামাজ আদায় করা, আপনি নামাজ আদায় করলেন না, আপনি নিশ্চিত দেহের সাথে ন্যায় বিচার করেননি। দেহ আপনার বিরুদ্ধে স্বাক্ষী দেবে। অনেক বিচারক তার পছন্দের লোককে বলে থাকেন- “ভয় করিস না, আমি আছি”। ওই বিচারককে আল্লাহ পাকড়াও করবেন। সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। পরিবার পরিজনের সাথে ন্যায় বিচার করতে হবে। তিনি বলেন- দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সর্বাবস্থায় দোয়াকে গলার মালা বানাতে হবে। মসজিদ মুখী হতে হবে, মসজিদকে ভালবাসতে হবে। মসজিদের চেয়ে যাদের কাছে চা স্টল বা নিজের সাজানো বাড়িকে বেশি পছন্দ হয় তাদের জন্য আল্লাহর লানত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com