শনিবার, ০৭ জুন ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি ॥ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরির অভিযোগে স্বপন মিয়া (৩০) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে নসরতপুর থেকে তাকে আটক করে। সে আইয়ূব আলীর পুত্র। জানা যায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জ ব্যকসের আহবায়ক কমিটির সদস্য বাজাজ মোটরসের স্বত্তাধিকারী আলহাজ¦ নুরুল ইসলাম তালুকদারের ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর তিনি শায়েস্তাগঞ্জ থানায় অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, তার কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইর মামলা রয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com