শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জয়ন্তিকা ট্রেনে আটক ২ ছিনতাইকারকে কারাগরে প্রেরণ ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটগামী জয়ন্তিকা ট্রেনে আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাদেরকে গতকাল শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটকরা হল, কিশোরগঞ্জ জেলার ভৈরব মধ্যপাড়া গ্রামের উত্তম কুমার সূত্রধরের পুত্র পান্থ সূত্রধর (২৮), একই এলাকার রাজু মিয়ার ছেলে রিফাত মিয়া (৪০)।
জানা যায়, গত বৃহস্পতিবার আখাউড়া এলাকায় জয়ন্তিকা ট্রেনে ছিনতাইর ঘটনা নিয়ে যাত্রীদের ছুরিকাঘাত করে। এ সময় দুই ছিনতাইকারীকে যাত্রীদের সহযোগিতায় রেলে থাকা পুলিশ আটক করলে অন্য ছিনতাইকারী পালিয়ে যায়। তখন তাদের কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়। তাদের হামলায় আহত যাত্রীরা হলেন ধামরাইয়ের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী বেবি আক্তার, নান্টু মিয়ার পুত্র এনামুল হক, সিরাজুল ইসলামের পুত্র ফজলে রাব্বি, জালাল সর্দারের পুত্র আক্তার হোসেনসহ আরও অনেকে। এ ঘটনায় তারা আখাউড়া রেলওয়ে থানায় মামলা করেন।
শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জ সাব্বির আলী জানান, রেলওয়ে পুলিশ খবর পাওয়ার সাথে সাথে টিকেটবিহীন দুই ছিনতাইকারীকে আটক করে। পরে শায়েস্তাগঞ্জ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করে দুইটি ছুরি ও কাগজপত্র বিহীন মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আখাউড়া রেল ফাঁড়িতে পাঠানো হয়। সেখানেই মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com