স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণ পাড়ায় ওয়াজিফা আক্তার তোবা নামে ১৮ মাসের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের হুমায়ুন আহমেদ জুয়েলের কন্যা। গতকাল রবিবার সকাল ৯টায় এ দূর্ঘটনা ঘটে। সে উঠানে বাড়ির পাশে খেলা করার সময় পাশ^বর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে কোনো অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।