বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

দিন ব্যাপী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বিএনপি-জামায়াতের কর্মসূচি দেশের জনগণ মানেনি

  • আপডেট টাইম সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মসূচি জনগণ মানেনি বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল সকাল ১১টায় শায়েস্তানগর পয়েন্টে একটি সড়কের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যদি দেশের মানুষের জানমালের ক্ষতি করতে চায় তাহলে আওয়ামী পরিবারের সদস্যরা সংগঠিতভাবে তাদের মোকাবিলা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশের জনগণের জানমালের পাহাড়ায় নেমেছি। এ সময় নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে শ্লোগান তোলেন।
এর আগে এমপি আবু জাহির শায়েস্তানগর পয়েন্ট থেকে পইল পর্যন্ত ‘সৈয়দ আহমদুল হক সড়ক’ এবং পরে পইল উচ্চ বিদ্যালয়ে ‘সৈয়দ আহমদুল হক ভবন’ উদ্বোধন করেন। এছাড়া পইল আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পৃথক অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সিদ্ধান্তে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছিলেন। এরপর দেশে কত সরকার এসেছে আর গিয়েছে; তারা গরীব মানুষের সন্তানের লেখাপড়ার জন্য জাতীয়করণ করেনি একটি প্রাথমিক বিদ্যালয়ও।
পরে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক সিদ্ধান্তে আরও ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছেন। যার ফলে দেশের প্রত্যেকটি পরিবারের শিশু শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছে।
এদিকে, এমপি আবু জাহির বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে হবিগঞ্জের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগসহ আওয়ামী পরিবারের শান্তি সমাবেশে যোগ দিয়ে পৃথকভাবে বক্তৃতা করেন।
উন্নয়ন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, ডাঃ সৈয়দ এসএম আবরার জাবের, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, পইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে এমপি আবু জাহির বক্তব্য দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, সহ সভাপতি শেখ সেবুল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com