শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

লন্ডনের সামার্স টাউন মসজিদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দারুল কেরাত এর পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ পবিত্র কুরআনুল কারীমের হেফাজত বা সংরক্ষণের অন্যতম একটি দিক হচ্ছে এর সঠিক তিলাওয়াত করা। যুগ যুগ ধরে বিশ্বব্যপী কুরআন শিক্ষাদানে মুসলিম বিশ্বের আলেমসমাজ জীবনভর খেদমত ও কার্যক্রম চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় দারুল কেরাত তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। গত ১০ সেপ্টেম্বর রবিবার ২০২৩ ইং কেমডেন সামার্স টাউন মসজিদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দারুল কেরাত ফুলতলি মজিদিয়া ট্রাস্টের ১১তম বর্ষপুর্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান মসজিদ সংলগ্ন মারিয়া ফিডেইলিস স্কুলের হলরুমে বিপুল সংখ্যক অভিভাবক ছাত্র ছাত্রী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সামার্স টাউন মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কেরাত কমিটির চেয়ারম্যান আলহাজ মাহমুদ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কেরাত যুক্তরাজ্য কমিটির সাধারন সম্পাদক মাওলানা আশরাফুর রহমান। শিক্ষক শাহ আব্দুল মাজেদ বখত এর প্রানবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মসজিদের ইমাম খতিব ও সামার্স টাউন মসজিদের দারুল কেরাতের অন্যতম রুপকার নাজিম, শাহ আব্দুল ওয়াদুদ বখত, ট্রেজারার আব্দুল মালিক, মাওলানা সৈয়দ মোঃ ইব্রাহিম জামালী, সহকারী নাজিম, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের অন্যতম ডাইরেক্টর জালাল আহমেদ, এম এ ফাত্তাহ ফয়সাল চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রাফি আহমেদ ও স্পন্সর সায়েদ আহমেদ প্রমুখ। এতে ছাত্র ছাত্রীদের মধুর কন্ঠে কেরাত, নাশিদ, বক্তব্য ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সাটিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অভুতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মসজিদ, ভলেণ্টিয়ার ও দারুল কেরাত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুল হক ময়নুল, হাজি বাবু মিয়া, মহিবুর রহমান শাহজাহান, আব্দুল হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুল মুতাকাব্বির হাবিব, মুহিবুর রহমান, রিপন খান, এ রহমান অলি, সাজু কোরেশি, হারুনুর রশীদ, আলী মিয়া। উপস্থিত ছিলেন, হাজী মধু মিয়া, শিক্ষক মাওলানা মঞ্জুর আহমেদ, ডাঃ মাহমুদুর রহমান, শেখ মোস্তফা কামাল, মাওলানা বদরোদ্দোজা চৌধুরী শামীম, আব্দুল ওয়াহিদ, আব্দুস শহিদ, মাহবুব আলম, ওয়ালিদ বিন খালেদ সাগর ও রুহন আহমেদসহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও দারুল কেরাতের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন মসজিদের চেয়ারম্যান ও সামার্স টাউন দারুল কেরাত বাস্তবায়নের মুল উদ্যোক্তা আব্দুল হান্নান তরফদার মাসুদ। উল্লেখ্য মসজিদের ২৭ বৎসরের কার্যক্রম ও দারুল কেরাতের ১১ বৎসর পূর্তির উপর তিনি নিজের পরিকল্পনায় একটি তথ্যবহুল সংকলন প্রকাশিত করেন যা অনুষ্ঠানের শুরুতেই সবার হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠান সুন্দর ভাবে শেষ করায় দারুল কেরাত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ মিয়া, ভাইস চেয়ারম্যান মোতাকাব্বির হাবিব, নাজিম শাহ আব্দুল ওয়াদুদ বখত, সহকারী নাজিম জালাল আহমেদ, ক্যাশিয়ার মনিরুল হক ময়নুল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও সহযোগীতার হাত অব্যাহত রাখার আহ্বান জানান। পরিশেষে সামার্সটাউন মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সু-স্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com