শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী রুয়েল’র মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল শুক্রবার রাত ৮ টায় হবিগঞ্জ শহরের আশরাফ জাহানের ৩য় তলায় ফুড ভিলেজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় নৌকার বিজয়ের লক্ষে কাজ করে আসছেন। এতে তিনি দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন পেয়েছেন। আগামী নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে ওই দুই উপজেলার মানুষ তাকে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি নির্বাচনী কাজে হবিগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা যে কোন ভাল কাজে তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘ভবিষ্যতে তিনি এমপি নির্বাচিত হলে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাকে পরিকল্পিত ভাবে উন্নয়নশীল এলাকা হিসেবে গড়ে তুলবেন। তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলবেন, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মেধা বিকাশে স্বাক্ষর রাখতে পারে সে পরিবেশ সৃষ্টি করবেন। পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার নারী-পুরুষের যে উৎসাহ, উদ্দীপনা ও মেধা তা যেন তারা জাতীয়ভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে সে ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন’। এছাড়া তিনি আরও বলেন, ‘বানিয়াচং-আজমিরীগঞ্জের নারীরা অনেক কর্মঠ। ভবিষ্যতে তারা যেন আরও এগিয়ে যায়, সে ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডঃ শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাবান মিয়া, এডঃ রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের বড় ভাই যুক্তরাষ্ট্র নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল ও ছোট ভাই যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন শরীফ জনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com