স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। এরা দেশ ও জাতির শত্রু। এরা এখনো রাষ্ট্রের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা কৃষকলাীগের সভাপতি আব্দুল মুকিত চৌধুরী।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগের প্রমুখ নেতাকর্মীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।