শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

শহরে যানজট নিরসনে পৌরসভার উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে খোয়াই ব্রীজকে ওয়ান ওয়ে করার প্রস্তাব দিয়েছে পৌরসভার বিভিন্ন মহল। হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ ভেঙ্গে ফেলায় উদ্ভুত যানজট নিরসনে প্রশাসন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন বক্তারা। খোয়াই মুখ নুরুল হেরা জামে মসজিদ সংলগ্ন পৌরঘাটলা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সভা যৌথভাবে আয়োজন করে হবিগঞ্জের জেলা প্রশাসন ও পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট প্রিয়াংকা পাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন ‘হবিগঞ্জ শহরে যে পরিমান যানবাহন চলাচল করছে সে অনুযায়ী রাস্তার ধারণ ক্ষমতা নেই। তার উপর ফুটপাত দখল হয়ে যাচ্ছে। প্রবেশ ও বহির্গমন ক্ষেত্রগুলো বন্ধ হয়ে থাকায় যানজট তীব্র আকার ধারন করে।’ প্রিয়াংকা পাল বলেন,‘যানজট নিরসনে যে স্বল্প মেয়াদী পদক্ষেপগুলো রয়েছে সেগুলো দ্রুত উদ্যোগ নেয়া হবে।’ তিনি আরো বলেন,‘যারা ফুটপাত দখল করে আছেন তারা নিজ দায়িত্বে দখল ছেড়ে ফুটপাত উন্মুক্ত করে দেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনগত ব্যবস্থা নিলে আপনাদেরই খারাপ লাগবে।’ সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘যানজট মুক্ত শহর গড়তে হলে অবৈধ টমটম শহরে প্রবেশ করা বন্ধ করতে হবে। ব্রীজের মুখে অবৈধ¯’াপনা, জটলা ইত্যাদি দুর করতে হবে। রাস্তার পাশে দোকানপাট বা নির্মাণ সমাগ্রী রাখা যাবেনা।’ মেয়র বলেন,‘যেহেতু কিবরিয়া ব্রীজ মেরামতের জন্য ভাঙ্গা হয়েছে সেহেতু এই সময়ে যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সদস্যদের সাহায্যের জন্য অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।’ তিনি বলেন,‘বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহন করার পর হতেই যানজট নিরসনের নানা উদ্যোগ গ্রহন করা হয়। তবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তর এবং সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টায় যানজট নিরসন করা সম্ভব হবে।’ মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, মার্চেন্ট এসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট মফিজুল হক, পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী হাবিব রেজা, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাংবাদিক এস এম সুরুজ আলী, ব্যাকস সভাপতি মোঃ শামছুল হুদা, ট্রাক মালিক সমিতির সভাপতি সেরাবিদ খান, ফল মার্কেট সমিতির সভাপতি হাসান আলী, মার্চেন্ট এসোসিয়েশন প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, ট্রাক লরী সমিতির প্রেসিডেন্ট আওলাদ মিয়া, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, দোকান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেক মিয়া, সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ উল্লাহ প্রমুখ। বক্তারা প্রস্তাব দেন শহরের শামছুল হোসেন উমদা মিয়া ব্রীজ হয়ে যানবাহন শুধু শহর হতে বের হতে পারবে। কিন্তু এ ব্রীজ দিয়ে যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। কামড়াপুরে এম এ বর ব্রীজ হয়ে যানবাহন প্রবেশও করতে পারবে এবং বের হয়েও যেতে পারবে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট প্রিয়াংকা পাল ব্রীজে যানচলাচলে ওয়ানওয়ে করার প্রস্তাব কমিটিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে বলে মতপ্রকাশ করেন। মেয়র আতাউর রহমান সেলিম বলেন নদী বাধের ভিতর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানবাহন ষ্ট্যান্ডের ব্যবস্থা করা হলে যানজট অনেকাংশেই কমে যাবে। তিনি আরো বলেন,‘শহরে যাতে পৌরসভার বাইরের অবৈধ টমটম প্রবেশ করতে না পারে সে ব্যাপারে অভিযান চালানো হবে।’ সভার পূর্বে অতিথিবৃন্দ খোয়াই নদীর উত্তরপাড় ও দক্ষিন পাড় ঘুরে ঘুরে দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com