শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

সুইডেনে পবিত্র কুরআন পুড়ানোর প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন অবমাননা ও পুড়ানোর প্রতিবাদে বানিয়াচংয়ে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৪ জুলাই) বিকালে স্থানীয় শহীদ মিনারে সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের কেন্দ্রিয় ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।
মাওলানা বশির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, মুফতি মাওলানা আতাউর রহমান, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খান, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, ক্বারী কমর উদ্দিন, মাওলানা বশির আহমদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা রিয়াদ আল আসাদ, মুফতি মুবাশ্বির আহমদ, মাওলানা গোলাম কাদির, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, মাওলানা বদরুল আলম আনসারী, মাওলানা ছাদেকুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মিছবাহুজ্জামান, মুফতি মইনুল ইসলাম, মাওলানা ছাইফুর রহমান, হাফেজ এনামুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন সুইডেনে কিছুদিন পরপরই মুসলমানদের ধর্মীয় মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা করা হচ্ছে। গত ২৮ জুন সুইডেনে ঈদুল আযহার দিনে ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা মসজিদের সামনে দাঁড়িয়ে কুরআন পোড়ায়। সে সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পাশে দাড়িয়ে ছিল। ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দিয়ে সুইডেন সরকার চরম গর্হিত কাজ করেছে। বিশ্বের প্রায় ২শ কোটি মুসলমানদের হৃদয়ে চরম ভাবে আঘাত দিয়েছে। তারা সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে সুইডেন সরকারকে বিশ্ব মুসলিমের কাছে প্রকাশ্যে মা চাওয়া ও কুরআন অবমাননাকারী দুষ্কৃতিকারী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া সকল মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সুইডেনের পন্য সমূহ সকল ক্ষেত্র থেকে বয়কট করার দাবী জানানো হয়েছে।
পরে একটি বিক্ষোভ মিছিল বানিয়াচং সদর প্রদক্ষিণ শেষে মোনাজাতের মাধমে সমাপ্ত ঘোষনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com