শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবীগঞ্জ পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট অনুমোদন

  • আপডেট টাইম সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক নতুন কোন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৪৩২ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। ২৫ জুন সকাল ১১ টায় পৌরসভার কনফারেন্স রুমে মাসিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে
সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আ. ছোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন।
২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করে নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন,
‘পৌরসভার জনগণের সেবার মান উন্নয়নে এবং বর্তমান সমাজ ও নতুন প্রজন্মের একটি সুন্দর ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট প্রণয়ণ করা হয়েছে। বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। জনগনের প্রত্যাশা পূরণে এই বাজেটে রাস্তা- ঘাট, ব্রীজ-কালভার্ট, ড্রেন ইত্যাদি নির্মাণ/মেরামত, হাট- বাজারের উন্নয়ন, স্ট্রীট লাইট সম্প্রসারণ, পৌর ভবন নির্মাণ, স্যানিটেশনের শত ভাগ লক্ষ্যমাত্রা অর্জন, শহরের সৌন্দর্য-বর্ধন সহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম অন্তর্ভূক্ত করা হয়েছে। রাজস্ব খাতের অর্থ দ্বারা অবকাঠামোগত উন্নয়ন সহ পৌর এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, পৌর বিদ্যালয় পরিচালনা, জরুরী রক্ষনাবেক্ষণ, মশক নিধন কার্যক্রম, বৃক্ষ রোপন কার্যক্রম, আর্থিক সাহায্য-অনুদান, জেন্ডার এ্যাকশন প্ল্যান, দারিদ্র হ্রাসকরণ পরিকল্পনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কর মেলা, বই মেলা, পরিস্কার পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, হজ্ব যাত্রীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম সহ বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম, সার্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন, খেলাধুলা ও সংস্কৃতি ইত্যাদি নানামুখী সামাজিক কার্যক্রম অন্তর্ভূক্ত রয়েছে।’ তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, নবীগঞ্জ পৌরসভা ধীরে ধীরে একটি বড় শহরে রূপান্তরিত হচ্ছে। এক দিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্য দিকে যানবাহনের সংখ্যা অধিকতর বৃদ্ধি পাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, শহরের অভ্যন্তরে সরকারি জায়গা নেই বললেই চলে। ফলে পৌরসভাকে সুন্দরভাবে বিন্যাসের জন্য যেটুকু স্থাপনা তৈরীর প্রয়োজন সেটুকু করা যাচ্ছে না। পৌরসভার বিদ্যমান যানজট নিরসনের ক্ষেত্রে অত্র পৌরপরিষদ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৌর পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একাধিকবার মতবিনিময় সভায় মিলিত হয়। এ ক্ষেত্রে যানজট নিরসনে ইতিবাচক আশ্বাস পাওয়া যায়। এখনও যানজট নিরসন কল্পে পৌরসভার উদ্যোগ অব্যাহত আছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,
নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা পেলে নবীগঞ্জ পৌরসভাকে একটি যানজটমুক্ত ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ্। তাছাড়া পৌরসভাকে ঢেলে সাজানোর নিমিত্তে ইতোমধ্যে এডিপি খাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার কার্যক্রম চলমান।’ তিনি আরও বলেন, এই শহর আপনার, আমার, সকলের। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ সমৃদ্ধ শহর গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আসুন আমরা সকলে মিলে সবুজ বনায়নের মাধ্যমে এমন একটি সুন্দর শহর গড়ি, যাতে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর আবাসস্থল তৈরি হয়।’
২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের সংক্ষিপ্ত বিবরণ: সর্বমোট আয় ৪৩,০৮,২৭,৪৩২/= ।
অনুমোদিত বাজেটের রাজস্ব আয়: ৬ কোটি ৬১ লক্ষ ৬১ হাজার ৯৩২ টাকা, উপাংশ-১: মোট আয়: ৬ কোটি ৩৯ লক্ষ ৮৬হাজার ৯৩২ টাকা, নিজস্ব আয়: ৪ কোটি ৮১ লক্ষ ৬১ হাজার ৯৩২ টাকা। রাজস্ব খাতে সরকারী অনুদান: ১ কোটি ৮১ লক্ষ টাকা, উপাংশ-২ (পানি শাখা) মোট আয়: ২১ লক্ষ ৭৫ হাজার টাকা, ২) মোট উন্নয়ন আয়: ৩৬ কোটি ৬৫ হাজার ৫ টাকা (ক) সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা (বিশেষ বরাদ্দ সহ) মঞ্জুরী: এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা (খ) সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস
সড়ক উন্নয়ন প্রকল্প: ১০ কোটি টাকা (গ) গুরুত্ব পূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন: ১০ কোটি টাকা (ঘ) কোভিড-১৯ এর ক্ষতি জনিত প্রভাব মোকাবেলায় অনুদান ৫০ লক্ষ টাকা।
(ঙ) ডেঙ্গু ও মশক নিধন কার্যক্রমে অনুদান : ১০ লক্ষ টাকা, (চ) নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ১০ কোটি টাকা, (ছ) পৌর ভবন: ৪ কোটি টাকা (জ) অন্যান্য খাতে আয়: ৩৬ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা।
সর্ব মোট আয়: ৪৩ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৪৩২ টাকা।সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে একুশ লক্ষ সতেরো হাজার ২৩২ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৪১ লক্ষ ২০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ২৪ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা এবং সর্বমোট ব্যয়: ৪২ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ২০০টাকা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কে এম আবু বকর সিদ্দিক ও পবিত্র গীতাপাঠ করেন সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত
ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দসহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com