শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

কৃষি এবং কৃষক দেশের সম্পদ-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৫৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ খরিপ ২ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচীর আওতায় ৭ শ জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনা মুল্যে সাড়ে ১৭ হাজার কেজী সার ও বীজ প্রদানকালে হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, কৃষি এবং কৃষক দেশের সম্পদ। কৃষকদের কৃষিকাজ সহজলভ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আধুনিক যন্ত্রপাতি প্রদান করছেন। ফলে শ্রমিক সংকটের পরও প্রায় পৌণে দুইলাখ মেট্রিকটন বোরো ধান কর্তন করে ঘরে তুলেছেন কৃষকরা। শনিবার (১৭ জুন) বিকাল ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ৭ শ জনের মধ্যে প্রত্যেককে ৫ কেজি রুপা আমন বীজ ও ২০ কেজি করে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি মজিদ খান। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপ¯’াপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।
এমপি মজিদ খান আরও বলেন, আমি জনগণের প্রতিনিধি হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ অবকাঠমোতে বৈপ্লবিক উন্নয়ন করেছি। আমি নিজেও একজন কৃষকের সন্তান, তাই কৃষকের কষ্ট আমি অনুধাবন করতে পারি। সেজন্য কৃষাণ কৃষাণীর সুবিধার্তে এক গ্রাম থকে আরেক গ্রামের রাস্তা পাকাকরণ, হাওরে হাওরে রাস্তা নির্মাণের ব্যব¯’া করেছি, যাতে করে কৃষকের ফসল কম খরচে ঘরে তুলতে পারেন। আজ থেকে ২০ বছর আগে কেদার প্রতি ধান হতো ১০ মন , আর বর্তমানে প্রতি কেদারে ধান হচ্ছে ২৫ থেকে ৩০ মন। ফলে কৃষকের উন্নতির পাশাপাশা সরকারও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আসুন আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক করে উন্নত বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, যুবলীগ সেক্রেটারী শেখ মোঃ আলমগীর, সাংবাদিক জীবন আহমেদ লিটন, শ্রমিকলীগ সেক্রেটারী রুবেল মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী তজম্মুল হক চৌধুরী, সাংবাদিক শিব্বির আহমদ আরজু, রায়হান উদ্দিন সুমন, নুরুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা আবু হাসান চৌধুরী সেবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com