শনিবার, ১১ মে ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

রাত পোহালেই নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজির নির্বাচন ॥ ৮ পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ২০ প্রার্থী

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ রাত পোহালেই কাল ১০ জুন নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৮ পদে ২০ জন প্রার্থী প্রতিন্দ্বিন্দ্বীতা করছেন। এই নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শহরসহ আশাপাশ এলাকায় ব্যানার, পোষ্টার ও পেস্টুনে চেয়েগেছে। প্রার্থীরা নির্ঘুম প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারী, কোষাধ্যক্ষ, সাংগঠনিকসহ বিভিন্ন পদে ২০ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। গতকাল রাত ১২ টার পর থেকে আনুষ্ঠানিক প্রচারনা বন্ধ করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনকে সফল করতে গতকাল শুক্রবার বিকালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সিনিয়র যুগ্ম নির্বাচন কমিশনার এটিএম সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইকবাল আহমদ বেলালের পরিচালনায় প্রার্থীদের সাথে পরামর্শ সভা করেছেন নির্বাচন কমিশন। এতে বক্তব্য রাখেন, আহ্বায়ক আওলাদ মিয়া, সদস্য আশিকুর রহমান, হামিম মিয়া, বিলু মিয়াসহ বিভিন্ন পদে প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীরা। নির্বাচন কমিশন নির্বাচনকে অবাধ, সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। শনিবার সকাল ৯-৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে স্বচ্ছ ভোটার বাক্স, ব্যালপ পেপার, অন্যান্য সামগ্রীসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ১ জন প্রিজাইটিং ও ৪ জন সহকারী প্রিজাইটিং নিয়োগ করা হয়েছে। ভোট চলাকালীন সময়ে আইনশৃংখলায় নিয়োজিত থাকবেন নবীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে ৪৬৪ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীদের মাঝে লড়াই হচ্ছে সমান তালে। কে হাসবে বিজয়ের হাসিঁ তা দেখার অপেক্ষায় সাধারণ শ্রমিকসহ এ অঞ্চলের মানুষ। নির্বাচনে সভাপতি পদে লড়ছেন আক্তার উদ্দিন (সিএনজি), ফয়েজ আহমদ (ছাতা), রফি উদ্দিন (চেয়ার), সোহেল মিয়া (আনারস), সহ-সভাপতি আল আমীন (দেয়ালঘড়ি), জুনাব আলী (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক আলী আহমদ বেলাল (রিক্সা), আফজল মিয়া (ফুটবল), জমসেদ আলী (ঘোড়া), কোষাধ্যক্ষ পদে আল আমীন (হরিণ), অজুদ মিয়া (মোরগ), সাংগঠনিক পদে মোশারফ আলী (জগ), মোহন মিয়া (মাইক), কপিল মিয়া (ঘুড়ি), সদস্য পদে মোজাম্মেল মিয়া (মাছ), কমর আলী (আম), তারেকুল ইসলাম (টিইবওয়েল), রিপন মিয়া (উটপাখি), রাজ্জাক মিয়া (সিলিংফ্যান), সাবের মিয়া (মই)। ইতিমধ্যে একক প্রার্থী থাকায় যুগ্ম সম্পাদক হিসেবে সাদিকুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে আকবর আলী এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আব্দুল্লাহ মিয়াকে প্রাথমিকভাবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনের মধ্যে ৩ জনই তাদের প্রার্থীতা দাখিল করেছেন। কিন্তু পদ মর্যাদার সিরিয়েলের জন্য তারাও নির্বাচনী মাঠে রয়েছেন। নির্বাচন কমিশন আচরন বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারো দ্বারা নির্বাচনের পরিবেশ বা আইনশৃংখলা বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সকাল ৯ টা থেকে বেলা ৩ টার মধ্যে সকল ভোটারকে তাদের পরিচয়পত্রসহ ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com