শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ খুনের ঘটনায় ১শ জনকে অভিযুক্ত করে মামলা শহরে পুলিশ সুপারের নেতৃত্বে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান ॥ জরিমানা আদায় হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন গঠন কল্পে আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়কদের পরামর্শ সভা নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জ পৌরসভার প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় হয়েছে হবিগঞ্জ আহ্ছানীয়া মিশন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জনসেবাকে ইবাদত হিসাবেই গ্রহন করেছি-সৈয়দ মোঃ শাহজাহান শিক্ষিকা আত্মহত্যার প্ররোচনায় মামলা হলেও ২৪ ঘন্টাও গ্রেফতার নেই আসামি শহরের উত্তর শ্যামলীতে কুকুর নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা ॥ আটক ১ প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা সভা

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৭৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে অনলাইন বিষয়ক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার (২৬ মে ) বিকালে ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামরান হাসান রুবেল প্রমুখ। এছাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ভূমি সহকারী কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, দেশের মানুষ অনুপাতে গড়ে জনপ্রতি ১৪ শতাংশ যায়গা রয়েছে। ফসলী জমি রক্ষা করতে ইতিমধ্যে ভূমি ব্যবস্থাপনা আইন নামে একটি আইন প্রণয়ন করা হয়েছে। ফলে এখন থেকে আর কেউই ফসলী জমির শ্রেণী পরিবর্তন করতে পারবেন না। দেশকে খাদ্যে সয়ং সম্পূর্ণ করতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন এক চিমটি জায়গা ও পতিত রাখা যাবে না। ইউএনও ও এসিলেন্ড দুইজন ভূমি সহকারী কর্মকর্তাদের কাজের নিয়মিত মনিটরিং করে সেবার মান আরো বৃদ্ধি করার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com