মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

বাহুবলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিপা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবী সে মানষিক রোগী ছিল। গতকাল বুধবার (১০ মে) বেলা আড়াইর দিকে উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশনের কাছের রেল লাইনে এ ঘটনাটি ঘটে। ওই কলেজছাত্রী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত কুদরত আলীর মেয়ে। সে আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী জয়ন্তিকা রেলওয়ে এক্সপ্রেস সাটিয়াজুরী এলাকায় পৌঁছালে রিপা ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। কোনো অভিমান থেকে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা আলম জানান, এমন ঘটনার সংবাদ পাইনি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। ধারনা করা হচ্ছে ঢাকাগামী জয়েন্তিকা ট্রেনের সময় এ ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com