এটিএম সালাম/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আলোচিত বউ শ্বাশুড়ি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তবে এ রায়ে অসন্তষ্ট বাদী পক্ষ। সর্ব্বোচ শাস্তির জন্য উচ্চ আদালতে যাবেন তারা। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুদুল্লাপুর গ্রামের তালেব মিয়া (২৪), একই গ্রামের জাকারিয়া আহমদ শুভ (২০)। মামলর সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে রাত ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুদুল্লাপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুমী বেগম (২২) কে দণ্ডপ্রাপ্তরা ঘরে প্রবেশ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর নিহত রুমী বেগমের ভাই নজরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর দিন সন্দেহভাজন হিসেবে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তালেব মিয়া ও জাকারিয়া আহমদ শুভকে গ্রেফতার দেখায় পুলিশ। অপর তিনজনকে ছেড়ে দেয়া হয়। (১৭ মে) গ্রেফতারকৃত আদালতে হাজির করা হয়। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে শুভ ও তালেব। পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ওইদিন বিকাল ৫টায় এ নিয়ে প্রেস ব্রিফিং করেন তৎক্ষালিন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান- নিহত রুমী বেগমের লন্ডন প্রবাসী স্বামী আখলাক চৌধুরী গুলজার তার স্ত্রী রুমী বেগমকে মোবাইলের একটি কাভার কিনে দেয়ার জন্য তার বন্ধু রিপনকে বলে। রিপন মোবাইলের কাভারটি কিনে ২০১৮ সালের ১১ মে শুক্রবার তার ভাই জয়ের মাধ্যমে সাদুল্লাপুর প্রেরণ করেন। জয় আসার পথে ওই এলাকায় বসবাসরত বখাটে যুবক জাকারিয়া আহমেদ শুভর সাথে দেখা হয়। এ সময় জয়ের সাথে শুভও রুমী বেগমের বাড়ি যায়। সেখানে গিয়ে জয় ঘরে প্রবেশ করে এবং শুভ বাহিরে অপেক্ষা করে। পরে মোবাইল কাভার পছন্দ না হওয়ায় রুমী সেটা ফেরত দিয়ে দেন। ওই সময় রুমী বেগমের প্রতি কুনজর পড়ে বখাটে যুবক শুভর। ওই বাড়ি থেকে যাবার পথে পাশের বাড়ির ফুরুক মিয়ার কাজের লোক আবু তালেবের সাথে পরিচয় হয় শুভর। আবু তালেব প্রায় সময় রুমী বেগমের বাড়িতে যেত এবং তাদের প্রয়োজনীয় জিনিস এনে দিত। সে বিষয়টি জানা ছিল বখাটে শুভর। তাই সে তালেবের সাথে সখ্যতা গড়ে তুলে ওই বাড়িতে প্রবেশের পরিকল্পনা করে। পরদিন শুভ খোঁজে বের করে তালেবকে নিয়ে বাড়ির পাশে একটি ব্রীজে আড্ডায় বসে। এ সময় শুভ তার মোবাইলে থাকা পর্ণগ্রাফি ছবি ও ভিডিও দেখায়। এ সময় শুভ প্রবাসীর স্ত্রী রুমী বেগমকে ধর্ষণে উদ্ভুদ্ধ করে তালেবকে। এতে তালেব রাজী হলে ব্রীজে বসেই দু’জনে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পরদিন ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে শুভ ও তালেব মালা বেগমের বাড়িতে যায়। পূর্ব পরিচিত হিসেবে তালেব গেইটে গিয়ে ডাক দিলে মালা বেগম গেইট খুলে দেন। এ সময় শুভকে দেখতে পেয়ে তিনি শুভকে ঘরে প্রবেশে বাঁধা দেন। এ সময় কথা বার্তার এক পর্যায়ে তালেব তার হাতের ছোরা দিয়ে মালা বেগমকে আঘাত করে। এতে মালা চিৎকার দিয়ে দৌড়ে একটি রুমে প্রবেশ করলে ওড়না দিয়ে বেধে উপর্যুপরী ছুরিকাঘাতে মালা বেগমকে হত্যা করে। এদিকে মালা বেগমের চিৎকার শুনে তার পুত্রবধু রুমী বেগম শয়ন কক্ষ থেকে বেরিয়ে আসলে শুভ ছুরি দিয়ে তাকে আঘাত করে। এ সময় রুমী চিৎকার দিয়ে বাঁচার জন্য দৌড় দিয়ে কিছু দূর গিয়ে পড়ে গেলে শুভ ও তালেব উপর্যুপরী ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশি তৎকালীন ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসার বাড়িতে গ্রামের লোকজন বৈঠকে ছিলেন। মালা এবং রুমীর চিৎকার শুনতে পেয়ে লোকজন আসতে শুরু করলে তালেব ও শুভ দ্রুত পালিয়ে যায়। যাবার সময় শুভ পাশের খালে রক্তমাখা কাপড় ও ছোরা ফেলে নানার বাড়ি চলে যায়। এদিকে তালেবও তার মালিক ফুরুক মিয়ার বাড়িতে গিয়ে গোয়াল ঘরে প্রবেশ করে রক্তমাখা কাপড় পরিবর্তন করে। পরে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে শুভ ও তালেব। পরে তাদেরকে নিয়ে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে। ২০১৮ সালের ১১ আগস্ট পুলিশ তদন্ত শেষে আদালতে ২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। সোমবার (১৭ এপ্রিল) আদালত ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আসামীদের উপস্থিতিতে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন। এ প্রসঙ্গে মামলার বাদী নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমার বোন ও তার শ্বাশুড়িকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে আসামীরা হত্যার দায় স্বীকার করে। আদালতের কাছে আমাদের প্রত্যাশা ছিল আসামীদের মৃত্যুদণ্ড দেয়া হবে। কিন্তু আদালত আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে অসন্তষ্ট। আসামীদের সর্ব্বোচ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আমরা উচ্চ আদালতে যাব।