বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

পোদ্দার বাড়ি থেকে মাদক বিক্রেতা আটক ॥ ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ পোদ্দার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাকিব খান ওরফে শাকিল (৩০) কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পশ্চিম ভাদৈ গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র। পুলিশ জানায়, শাকিল দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে দুইটি মাদক মামলাসহ ৪টি চুরির মামলা রয়েছে। পুলিশের হাতে আটক হলে বিভিন্ন ভুল নাম ঠিকানা প্রকাশ করে। এ কারণে তাকে রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় এসআই সোহেল রানা বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com