সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান স্বাধীনতা দিবস বানিয়াচংয়ে খালার জানাযা শেষে ফেরার পথে দুর্ঘটনায় দুই ভাই নিহত বানিয়াচঙ্গের ইকরামে সুদের টাকার জন্য বন্ধুকে হত্যা ॥ লাশ গুম করতে গিয়ে জনতার হাতে ঘাতক আটক হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মাওঃ আনোয়ার আলী আর নেই জেলা প্রশাসনের সভায় এমপি আবু জাহির ॥ ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালানো হয় ২৫ শে মার্চ খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জের দাউদপুর ও দরবেশপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ॥ আহত ১৫ শায়েস্তাগঞ্জ রেল ষ্টেশনে “ইশাত খান লাভ ফর হিউমিনিটি”র উদ্যোগে ইফতার বিতরণ জাপানে মেডিকেল সাইন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন ডাঃ সিঁথি পৌরসভার বড় ড্রেন পরিস্কারে গিয়ে দেবে গেছে এক্সকেভেটর ॥ পরিদর্শন করলেন মেয়র

নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় ৩ দিনব্যাপী বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভান্ডে সমাপন

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় গীতাপাঠ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু দুপুরে দধিভান্ডের মাধ্যমে সমাপন হয়েছে। ৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট। প্রথমদিনে শ্রীমগভাগবত পাঠ করেন শ্রী মতিলাল ভট্টাচার্য্য। অধিবাসকৃত্য করেন, সুনামগঞ্জ দিরাইয়ের কীর্তনীয়া শ্রী মিন্টু সরকার। দ্বিতীয়দিন অনুষ্টানে কীর্তন পরিবেশন করবেন, ভারতের নবদ্বীপের কীর্তনীয়া শ্রীমতি লাবনী গাইন, ফরিদপুরের কীর্তনীয়া পুজা রায়, মৌলভীবাজারের সুভাষ দেব, ছাতকের সুভাষ দেবনাথসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, সহ সভাপতি অরবিন্দু বনিক, সাধারন সম্পাদক রঙ্গ লাল রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ টৌধুরী, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, কেতকী পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, বিধান ধর, সুধাম বৈষ্ণব, লক্ষীপ্রিয়া বৈষ্ণবী, সুবিনয় কর, অশোক তরু দাস, মন্টু লাল আচার্য্য, অজিত কুমার দাশ, বাদল রায়, প্রজেশ রায় নিতন, প্রমথ চক্রবর্ত্তী বেনু, চারু দেব, উত্তম কুমার রায়, গৌতম কুমার রায়, দিপক পাল, লিটন দেবনাথ, বিষ্ণুপদ রায়, পার্থ কুমার পাল, সাধন চন্দ্র দাশ, রঞ্জু দাশ, জন্টু চন্দ্র রায়, সঞ্জয় দাশ, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, রিপন কর, পবিত্র বনিক, পৃথেশ টৌধুরী, শিক্ষক তপন পাল, রশময় শীল, শিক্ষক সজল চন্দ্র দাশ, প্রশান্ত দাশ গুপ্ত খোকন, স্বপন চক্রবর্ত্তী, সুজিত পাল, রন্টু দাশ, বিপুল দাশ, রুপক দেবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন। ৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com