সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

বানিয়াচঙ্গে সাজাপ্রাপ্তসহ ৩ মাদক বিক্রেতা ও ১০ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ ৩ মাদক বিক্রেতা এবং ১০ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে (২৮ জানুয়ারী রাত সাড়ে ৩টায়) বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই (নিঃ) মনিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে উপজেলা সদরের জাতুকর্ণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ধলাই মিয়ার পুত্র ওয়াদুদ মিয়া ওরফে অদুদ ওরফে অর্জুনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস এবং ১০ (ক) ২ বছরের সশ্রম কারাদন্ড ও ২শ টাকা অর্থদন্ড অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী বলে পুলিশ জানিয়েছে। তাকে কোর্টে চালান করা হয়েছে বলেও পুলিশ জানায়। এদিকে এসআই (নিঃ)/ রাজু বৈষ্ণব ও এএসআই (নিঃ) রিমন ঘোষ একদল পুলিশ নিয়ে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের মদনমুরত গ্রামের ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে নিজাম উদ্দিনের চায়ের দোকানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কুচা থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং মোবারক মিয়া নামে আরেকজনের লুঙ্গির কুচা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন ও তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নিজাম মদনমুরত গ্রামের মৃত তোরাব উল্লার পুত্র ও মোবারক ওই গ্রামের মৃত হাজী ফুল মিয়ার পুত্র। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া এসআই (নিঃ) রাকিব হোসেন, এএসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) জাকির হোসেন ও এএসআই (নিঃ) হারুন অর রশিদ একদল পুলিশ নিয়ে উপজেলা সদরের দাসপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র পলাতক আসামী মামুন মিয়ার বসতঘরে জুয়ার আসরে হানা দেন। জুয়াড়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের এ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ১০ জুয়াড়ি হাতেনাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো কাজী মহল্লা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র আবিদুর রহমান (৪৫), নাগেরখানা গ্রামের নুর হোসেনের পুত্র হেলাল মিয়া (৩৯), দক্ষিণ নন্দীপাড়া গ্রামের মৃত সালামত আলীর পুত্র মোঃ আমির উদ্দিন (৩০), একই গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আব্দুল মজিদ (৫০), চতুরঙ্গ রায়েরপাড়া গ্রামের মৃত আঃ ছালাম মিয়ার পুত্র মোঃ আজিজুর মিয়া (৩৩), ভাওয়ালী টুলা গ্রামের মৃত নুরমান মিয়ার পুত্র সাবেক ইউপি মেম্বার এনামুল হক (৪৬), দত্তপাড়া গ্রামের মহিবুর রহমানের পুত্র শাকিল হোসেন (২৪), দোকানটুলা গ্রামের এমরানুর ইসলামের পুত্র রফিকুল ইসলাম (২৭), একই গ্রামের মৃত আঃ ছবুরের পুত্র মোঃ রাসেল মিয়া (৩৮) ও ওয়াতি উল্লার পুত্র মোঃ আকিবুর চৌধুরী (২৪)। গ্রেফতারকৃত এই জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৩০ হাজার ৩ শত টাকা ও জুয়া খেলার ৫ ব্যান্ডেল তাস (কার্ড) এবং একটি প্লাস্টিকের ত্রিপল জব্দ করা হয়। উল্লেখিত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com